কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন । আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে ডোমেইন হোষ্টিং অফার রিলেটেড একটি পোষ্ট।
১ম কথা পোষ্টটাকে কোনভাবেই প্রোমট ভেবে ভুল করবেন না । কেননা অনেকেরেই এতে উপকার হবে বলে আমি মনে করি । অনেকেই ডোমেইন হোষ্টিং কেনার জন্য বিশ্বস্ত ও ভালো কোম্পানী খুজেন । তাদের জন্য আমার এই পোষ্ট টি নিয়ে আসা ।
এটি মুলত একটি বাংলাদেশী কোম্পানী । কোম্পানীর নামঃ munnihost.com
যেহেতু আমি এই কোম্পানীর একজন নিয়মিত ইউজার সো আমার কাছে এই কোম্পানীর সার্ভিসটা ভালো মনে হবার কারণ এবং ট্রিকবিডিতে তা শেয়ার করার কারণ উল্লেখ করলাম
তাদের কিছু ডোমেইন হোষ্টিং এর প্যাকেজ ।
কিছু কথা: যা না বললেই নয় । অনেকেই হয়তো ভাবতে পারেন যে এতো কম দামে ভালো সার্ভিস কিভাবে সম্ভব ? এ বিষয়ে আমি যখন মুন্নিহোষ্ট কর্তৃপক্ষের জানতে চাই. তখন তারা আমাকে জানায়-
“যারা মুলত শুধু ডোমেইন হোষ্টিং বিজনেস করতে এসেছে তারা এক্ষেত্রে দাম বাড়িয়ে তাদের একমাত্র বিজনেস করতেই পারে । কিন্তু আমাদের 60-70% কাষ্টমারই আমাদের থেকে ডোমেইন হোষ্টিং কিনে আমাদের থেকেই ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে নেয়, আর ওয়েব ডেভেলপমেন্টটাই আমাদের অন্যতম প্রধান বিজনেস । হোষ্টিং বিজনেস টা শুধু আমাদের নিজস্ব কাষ্টমারদের জন্য করা ছিল । যেখানে শুধু আমরা cpanel & whmcs লাইসেন্স এবং সার্ভার এর খরচ বাবদ নায্য পরিমাণ টাকাটাই রাখা হয় । অতিরিক্ত করে কোন খরচ এখানে রাখা হয়নি । তাই অনেকেই এ বিষয়ে কনফিউশনে থাকে এতো কম দাম নিয়ে । ”
অর্ডার করতে ক্লিক করুন munnihost.com
যাইহোক,
আজ আর লিখছি না।
এমনিতেই লেখার ভিতরে অনেক ভুল হয়ে গেছে মনে হচ্ছে। আর স্টেপ বাই স্টেপ লেখা হয়নি মনে হচ্ছে। আসলে তাড়াহুড়ো করে লিখছি তো ,তাই।
এ জন্যে আপনাদের অনুরোধ করছি পোস্ট টি একটি গুরুত্ব দিয়ে পড়ার জন্য।
আশাকরি বুঝতে পারবেন।
প্রয়োজনীয় ১২০+ ভিডিও নিয়ে
আমার একটি ইউটিউব চ্যানেল আছে।
দাওয়াত খাইতে এখানে ক্লিক করুন।
You must be logged in to post a comment.
Unlimited hosting kake bole? public ke mula khaoyan, jiboneo unlimited drive dekhsen, abar disen 5000, haisso kor, ami play youtube banabo, ebong youtube er sob video onar hosting e rakhte chai 😆
Xeonbd মতো ভালো হোস্টিং কেউ দিতে পারবে না।