আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
আশা করি সবাই ভাল আছেন। আর থাকবেন না কেন ট্রিকবিডির সাথে থাকলে ভালো থাকতেই হবে।
আমিও ভালো আছি
আজকে আপনাদের মাঝে একটি নতুন বাংলাদেশী ওয়েব বিল্ডার নিয়ে কথা বলবো
এই ওয়েবসাইটটি ৭ আগস্ট ২০২১ তৈরি হয়
এই ওয়েব বিল্ডার টির নাম ওয়েপজাক (wapzak)
এটি একদমই আলাদা wapkiz & waphosts এর থেকে
আমি 100% শিওর এখানে যে কোন ফাইল বা অন্য কিছু কখনোই কাটবেনা ।
Wapkiz এ কয়েকদিন পর পর ফাইল কেটে যাচ্ছে এবং তারা অজুহাত হিসেবে দেখাচ্ছ তাদের সার্ভারে আগুন লেগে সব পুড়ে গেছে।
কিন্তু না আসলে তারা ফাইল রাখার জন্য প্রফেশনাল হোস্ট ব্যবহার করতেছে না
এবং অতিরিক্ত মাত্রায় ফাইল আপলোড হলে এবং এই ফাইলগুলোর ভিতরে কোন একটায় যদি ভাইরাস থাকে তাহলে সেই ফাইলটি এবং এর সাথে ওয়েব সার্ভারে থাকা সকল ফাইল মুছে ফেলে
হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। কিন্তু এই ফাইলগুলো কোন মানুষ মুছে না সরাসরি হোস্টিং এ থাকা সকল স্ক্যানার তাদের কাজ করা শুরু করে দেয় এবং এই ক্ষেত্রে অনেক সময় সিডিএন গুলো অনেক ফাইল থাকায় ভালোভাবে স্ক্যান করতে পারে না এবং সবগুলো ফাইল কে ভাইরাস মনে করে কেটে দেয় এগুলো শুধুমাত্র ভিপিএস স্টোরেজ হোস্টের ক্ষেত্রে হয় তা নয় আমাদের নিয়মিত ব্যবহার করো অনেক হোস্টে হয়ে থাকে।
কিন্তু আমার শেয়ার করা বর্তমানের সাইটটি সম্পূর্ণ ডিটেকটিভ হোস্টে তৈরি।
WapZak.Com এই সাইটের লিংক
চলুন তবে এই সাইটে কিভাবে রেজিস্ট্রেশন এবং একটি ডাউনলোড সাইট তৈরি করবেন তাও কোনো কোডিং ছাড়াই জেনে নেই
প্রথমে আমরা ওয়েবসাইটের লিঙ্ক এ যাব https://wapzak.com
তারপর আমরা উপরের লেখা রেজিস্ট্রেশন নামক অপশন এ ক্লিক করি যদি আপনি চান তবে আমার দেওয়া এই লিংক থেকে সরাসরি যেতে পারবেন
https://wapzak.com/register.html
এখানে প্রথমে আপনার ইউজারনেম আপনাকে একটা ওয়ার্ড এর ভিতরে আপনার নাম্বার অন্য কিছু লিখতে হবে। তারপর আপনার email এরপর আপনার পাসওয়ার্ড দিবেন এবং পরবর্তী বক্সে আপনার উপরের দেওয়া পাসওয়ার্ডটি লিখবেন এবং ক্যাপচা কোড টা সঠিকভাবে পূরণ করে terms টিক দিয়ে ক্রিয়েট নাও তে ক্লিক করুন
এখানে আপনার সাইট এর নাম এবং তার একটি তথ্য প্লাস ক্যাটাগরি অথবা বিভাগ সঠিকভাবে দিন এবং ক্রিকেট নও তে ক্লিক করুন
ক্লিক এর পরপরই মেনু প্যানেল অথবা অ্যাডমিন প্যানেল এ চলে যাবে
এরপর আপনি নিজে যাবেন Preset (Template / Theme) নামক একটি অপশন দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করবেন
এখানে তিনটি টেমপ্লেট দেওয়া আছে একটি হলো ব্ল্যাংক এবং আরেকটি ব্লগ সাইট আর ডাউনলোড সাইট এর
আমরা যদিও ডাউনলোড সাইট তৈরি করতেছি তার ডাউনলোড সাইট এর নিচে এপ্লাই লেখা ওটায় ক্লিক করি
ব্যাস আপনার হয়ে গেল একই ডাউনলোড সাইট এখানে আপনি 20 gb পর্যন্ত আপলোড করতে পারবেন এবং ফাইল শেষ হয়ে গেলে আপনি এর জন্য এদের অফিশিয়াল ফেসবুক পেইজে মেসেজ দিতে পারবেন তবে হ্যাঁ আপনার ফাইল শেষ হলে অটোমেটিক আপনি তাদেরকে মেসেজ দেওয়ার অপশন পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি আপনার ফাইল স্টোরেজ ১০০ gb করে নিতে পারবেন
আর মনে রাখবেন এটা অন্য কোন ওই বিল্ডার এর কোড কাজ করবেনা এরা নিজেদের কোড নিজেরা টিটোরিয়াল পেইজে দিয়ে রেখেছে
এবং আপনি চাইলে সকল বিষয়
জেনে নিতে পারবেন এবং আপনার যদি তাদের সাথে সরাসরি কথা বলতে মন চায় বা কোন প্রয়োজন হয় তাহলে https://facebook.com/wapzakdotcom
উপরের লিংকে গিয়ে তাদের ফেসবুক পেজে কথা বলতে পারবেন আর নতুন কোন আপডেট আসলে তাও জানতে পারবে ন
ধন্যবাদ সকলকে হ্যাপি রিডিং