wapkiz কী তাতো আপনারা সবাই জানেন জানেন না শুধু কীভাবে একটি স্পেশাল সাইটম্যাপ তৈরি করতে হয়।
হ্যা আপনারা যারা এখনো ওয়াপকিজে অ্যাডভান্স সাইটম্যাপ বানাতে পারেন না তাদের জন্য আমি আজকে দেখাবো কীভাবে ওয়াপকিজে অ্যাডভান্স সাইটম্যাপ বানাবেন।
আমি এই পোষ্টে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যাডভান্স সাইটম্যাপ কোড।
তো পুরো বিষয়টি ভালোভাবে বোঝার জন্য শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে থাকুন।
সাইটম্যাপ কী?
সাইটম্যাপ হচ্ছে এমন একটি পেইজ যেখানে কোনো ভিজিটর খুব সহজেই আপনার সাইট সম্পর্কে ধারনা নিতে পারে।
আপনার সাইটের সকল কন্টেন্ট একত্রে রেখে যে পেইজ তৈরি করা হয় সেটিই হচ্ছে সাইটম্যাপ।
অথ্যৎ আপনি আপনার সাইটের সকল ফাংশন একটি পেইজে রাখলেন এবং আপনার সাইটে কীকী আছে সেটি দেখানোর পেইজটিই হচ্ছে সাইটম্যাপ।
আপনার ওয়েবসাইট যেকোনো সার্চ ইঞ্জিনে ভালোভাবে এসইও করার জন্য খুবই গুরুত্বপূর্ন একটি পেইজ।
যদি আপনার সাইটের জন্য একটি সাইটম্যাপ তৈরি করেন আর সেই সাইটম্যাপ গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে সাবমিট করেন তবে আপনার সাইটের কন্টেন্ট খুব দ্রুত সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং হবে।
সাইটম্যাপ সার্চ ইঞ্জিনকে আপনার সাইটে কী কী করতে হবে সেটির নির্দেশনা দেয় এবং সাইটম্যাপ অনুযায়ী সার্চ ইঞ্জিন ক্রুল করে।
ওয়াপকিজে সাইটম্যাপ তৈরি করার উপকারিতাঃ
সাইটম্যাপ সম্পর্কে তো জানলেন এবার দেখুন সাইটম্যাপ তৈরি করার উপকারিতা সমূহ।
সাইটম্যাপ তৈরি করার ফলে যেকেউ আপনার সাইট সম্পর্কে খুব সহজেই ধারনা নিতে পারবে এবং সে আপনার সাইট খুব সহজেই ব্যবহার করতে পারবে।
সাইটম্যাপ যেকোনো সার্চ ইঞ্জিনে সাবমিট করার ফলে আপনার সাইটের কন্টেন্ট খুব দ্রুত ইন্ডেক্সিং হবে এবং সার্চ রেজাল্টের টপ পেইজে থাকবে।
কীভাবে সাইটম্যাপ তৈরি করবেনঃ
প্রথমে আপনি আপনার ওয়াপকিজ পেনেল মোডে যান তারপর দেখুন অনেক অপশন দেখাচ্ছে।
এবার অ্যাডভান্স সাইটম্যাপ Advance sitemap খুজে বের করুন।
এবার ক্রিয়েট নিউ তে ক্লিক করুন এবং সাইটম্যাপ কোডটি বসিয়ে দিন।
নিচে আমি সাইটম্যাপ এর কোডটি দিয়ে দিচ্ছি কপি করে বসিয়ে দিবেন।
<url><loc>http://tricksloverbd.wapaxo.com</loc><lastmod>::mapdate::</lastmod><changefreq>weekly</changefreq><priority>1.00</priority></url>[blog]o=u,l=1000,no=empty||<url><loc><a href="http://tricksloverbd.wapaxo.com/page-view/%id%/%title%">%title%<br>%text%</a></loc><lastmod>::mapdate::</lastmod><changefreq>weekly</changefreq><priority>1.00</priority></url>[/blog][fm]d=all,o=u,l=1000,s=:to-page:,no=||<url><loc><a href="http://tricksloverbd.wapaxo.com/page-download/%id%/%name%">%name%</a></loc><lastmod>::mapdate::</lastmod><changefreq>weekly</changefreq><priority>1.00</priority></url>[/fm][fm_folder]d=:to-id(0)||<url><loc><a href="http://tricksloverbd.wapaxo.com/page-category/%id%/%name%">%name%</a></loc><lastmod>::mapdate::</lastmod><changefreq>weekly</changefreq><priority>1.00</priority></url>[/fm_folder]
ব্যাস আপনার অ্যাডভান্স সাইটম্যাপ তৈরি হয়ে যাবে।
এবার সাইটম্যাপ ইউআরএল কপি করে সার্চ ইঞ্জিনে সাবমিট করে দিন।
উপসংহারঃ
উপরে আমার দেওয়া কোডগুলো ব্যবহারের পূর্বে আমার সাইটের লিংকটি কেটে দিয়ে আপনার সাইটোর লিংকটি বসিয়ে দিন।তা নাহলে কাজ করবে না।