Site icon Trickbd.com

সাইটম্যাপ কি? কেন সাইটম্যাপ তৈরি করবেন? কিভাবে wapkiz,wapaxo & Q2A সাইটে সাইটম্যাপ তৈরি করবেন?

Unnamed

আসসালামুওলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অন্য একটি টপিক ? সাইটম্যাপ কি? কেন সাইটম্যাপ তৈরি করবেন? ওয়াপকিজে সাইটম্যাপ কিভাবে তৈরি করবেন বিস্তারিত এই আর্টিকেল এ আপনাদের বলব তো আর দেরি কিসের শুরু করা যাক আমাদের আজকের টপিক?

সাইটম্যাপ (sitemap) কি?

সাইটম্যাপ হলো একটি ওয়েবসাইট এর মানচিএ। যার মাধ্যমে গুগল রোবট আপনার ওয়েবসাইটের কোথায় কি আছে তা সহজেই খুজে নিতে পারবে? তারজন্য সাইটম্যাপ তৈরি করে গুগল ওয়েবমাস্টার (webmaster) এ সাবমিট করতে হবে। তাহলে গুগল আপনার ওয়েবসাইটের যেখানে যা আছে । তা তারাতারি Index করে ফেলতে পারবে।

সাইটম্যাপ (sitemap) কেন তৈরি করবেন?

সাইটম্যাপ তৈরি করার অনেক উপকারিতা আছে যেমন সাইটম্যাপ তৈরি করলে আপনার ওয়েবসাইটের কনটেন্ট (content) তারাতারি গুগলে Index হবে। আর সবকিছু “Index” হলে অনেকে গুগলে অনেক কিছু সার্চ করে থাকে যদি ওই সার্চ করা কনটেন্ট টি আপনার ওয়েবসাইটটে থেকে থাকে তাহলে গুগল আপনার ওয়েবসাইট টি ওখানে সো করাবে এবং ওখানে সো করালে যে ওই বিষয়টি নিয়ে সার্চ করল সে আপনার ওয়েবসাইটটে কনটেন্ট টি দেখার জন্য ঢুকল আর আপনি এভাবেই সাইটম্যাপ এর মাধ্যামে ভিজিটটর ও পাবেন।

কিভাবে ওয়াপকিজ সাইটে সাইটম্যাপ তৈরি করবেন?

Step-1: প্রথমে Wapkiz.com বা Wapkiz.Mobi তে জান তারপর আপনি যেই সাইটে সাইটম্যাপ তৈরি করবেন সেই সাইটের প্যানেল মোডে যান।

Step-2: তারপর “System” এর একটু নিচে আসলে Sitemap অপশন পাবেন ওখানে ক্লিক করুন
তারপর

weekly
0.5

Page Site Map

Home

Category

Latest Music

About us

Contact us

Step-3: কোডটা কপি করে Sitemap অপশন ক্লিক করে পেস্ট করে দিন।

wapaxo তে কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন?

Step-1: প্রথমে Wapaxo.com বা
Wapninja.com তে জান তারপর আপনি যেই সাইটে সাইটম্যাপ তৈরি করবেন সেই সাইটের প্যানেল মোডে যান।

Step-2: তারপর “System” এর একটু নিচে আসলে Sitemap অপশন পাবেন ওখানে ক্লিক করুন তারপর

weekly
0.5

Page Site Map

Home

Category

Latest Music

About us

Contact us

Step-3: কোডটা কপি করে Sitemap অপশন ক্লিক করে পেস্ট করে দিন।

Q2A সাইটে কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন?

Step-1: প্রথমে Q2A সাইটের এডমিন প্যানেল এ যান তারপর প্লাগিন অপশন এ যান তারপর Sitemap.Xml Plugin Active করুন তারপর পেজ অপশনে গিয়ে সাইটম্যাপ অপশন এড করে নিন ব্যাস হয়ে গেছে?

প্রতিদিন নতুন নতুন জাভা গেম অ্যাপ পেতে আমার এই ছোট ওয়েবসাইটটি ভিজিট করুন=- Axofile.xyz

তো বন্ধুরা আজকে এখানেই শেষ দেখা হবে অন্য কোনো আর্টিকেল এ ততখন আমাদের সাথে থাকুন।

Exit mobile version