আজকে আলোচনা করবো ৩ টি ট্যাগ নিয়ে।
আজকের আলোচ্য ৩টি ট্যাগ হলঃ | |
---|---|
b tag | লেখাকে বোল্ড বা মোটা করার নির্দেশ দেয় । |
i tag | লেখাকে ইটালিক করার নির্দেশ দেয়। |
u tag | লেখাকে আন্ডারলাইন করার নির্দেশ দেয় |
নীচে বিস্তারিত আলোচনা করা হলঃ
b Tag এর ব্যবহারঃ
b Tag তার অন্তর্ভুক্ত লেখাকে বোল্ড বা মোটা হবার নির্দেশ দেয়।
আসুন দেখে নেই কিভাবে বসাতে হয় b Tag
আমরা যে লেখা Bold বা মোটা আকারে দেখাতে চাই তা b start tag ও b end tag এর মাঝখানে লিখবো
এর মাঝে টেক্সট দিবো
দেখুন লেখা স্বাভাবিকের চেয়ে মোটা আকার ধারণ করেছে
এভাবে বুঝতে হয়ত কষ্ট হচ্ছে। আসুন সিম্পল টেক্সট আর b tag এর অন্তর্ভুক্ত text এর মাঝে পার্থক্য দেখি।
—————
দেখতেই পারলেন কতটা পার্থক্য।
i Tag এর ব্যবহারঃ
i Tag তার অন্তর্ভুক্ত লেখাকে italic – ইটালিক হবার নির্দেশ দেয়।
আসুন দেখে নেই এর ব্যবহারঃ
আমরা যে লেখা italic দেখাতে চাই তা i start tag ও i end tag এর মাঝখানে লিখবো
——-Result———-
u Tag এর ব্যবহারঃ
u Tag তার অন্তর্ভুক্ত লেখাকে underline হবার নির্দেশ দেয়।
সাধারণত u Tag ব্যবহৃত হয় কোন ভুল বানান কে চিহ্নিত করার জন্য।
আসুন দেখে নেই এর ব্যবহার:
———result———-
আপনারা যা দেখতেছেন পড়তেছেন এগুলো সব ট্রাই করবেন একটা একটা করে তাহলে সহজে মুখস্থ থাকবে।
আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করুন।