Site icon Trickbd.com

কিভাবে HTML Web Page এ কাস্টম Font Add করবেন?

যেভাবে আপনি কাস্টম ফন্ট অ্যাড করবেন:

 

প্রথমে Google এ “Google Fonts” সার্চ করুন

এখানে আপনি হাজার হাজার ফন্ট দেখতে পারবেন এখান থেকে পছন্দের ফন্টটি  বেছে নিন

এইবার এখানে আপনি যেই ফন্ট টি সেলেক্ট করতে চান সেটির “Select this style” এ ক্লিক করুন

এবার Import Url ও CSS Rules কপি করুন

এইবার Import Url Paste করুন

এইবার CSS  Rule Paste করুন

Paste করার সময় এই ফরমেট এ Paste করুন

↓↓↓

*{

(css rule)

}

↑↑↑

ব্রাকেট এর যায়গায় আপনি যেটি কপি করেছেন তা Paste করুন

 

 

 

এখন আমরা দেখতে পাচ্ছি কাস্টম ফন্ট সফলভাবে অ্যাড হয়েছে

 

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

আল্লাহ হাফেজ

 

Exit mobile version