Site icon Trickbd.com

কম্পিউটারের মত মোবাইল দিয়ে যেকোন ওয়েবসাইট inspect করুন।

Unnamed

কম্পিউটারে আমরা যারা ওয়েব ডিজাইন করি তাদের জন্য google chrome এ inspect নামের অপশন টি খুবই উপকারি।
এতে অনেক দ্রুতই ডিজাইন করা যায় কোন একটা ওয়েবসাইট।
আসুন আমরা দেখে নেই যে মোবাইল দিয়ে কিভাবে ওয়েবসাইটের যেকোন পেইজ যেকোন জায়গা inspect করা যায়।

Inspect অপশন চালুঃ

প্রথমে আপনারা মোবাইল ক্রোমে প্রবেশ করুন। আর তাতে মেনু বাটনে ক্লিক করুন।

তারপর bookmark এ ক্লিক করুন।

তারপর edit এ ক্লিক করুন।

তারপর name এ inspect লিখুন
আর url এ নিচের লিংক থেকে কোড কপি করে বসান।

Code: এখান থেকে কোড কপি করুন।

Inspect যেভাবে করবেনঃ

inspect করার জন্য সেই website এর url এর উপর ক্লিক করুন।

তারপর inspect লিখলে নিচে দেখবেন বুকমার্ক করা inspect অপশন টি আসছে সেটায় ক্লিক করুন।

দেখুন চালু হয়ে গেছে।
নিচের এটায় ক্লিক করলে আপনারা কম্পিউটারের মতই অনেক অপশন দেখতে পাবেন।

যেমনঃ source


আবার elements

তাছাড়া আপনারা যেকোন এলিমেন্ট এর উপর ক্লিক করে তা inspect করতে পারবেন


আজ এই পর্যন্তই
যেকোন ধরনের Blogger, WordPress, Wapkiz Web design, Youtube Thumbnail, Logo, Photo edit ইত্যাদি করাতে চাইলে আমাকে ইনবক্স করুন ফেইসবুকে।

আমার ফেসবুক আইডিঃ Tawhid Hridoy

আমার ওয়েবসাইটঃ BDBoighor.com

আমার চ্যানেলঃ TipTopBD