Site icon Trickbd.com

মোবাইল দিয়েই তৈরী করুন ট্রিকবিডি.কম এর মত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। (১ম পর্ব)

আসসালামু আলাইকুম।
ট্রিকবিডির মত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে বানাতে হয় তা আজ আমি আপনাদের দেখাবো। দুইটি পার্টেই সাইট বানানো শেষ করবো। ইনশা আল্লাহ।
ডেমো দেখতে পারেন এই লিংক থেকেঃ
Demo
চলুন শুরু করা যাক।

আমি আপনাদের একটি ফ্রি হোস্ট সাইট থেকে বানিয়ে দেখাবো।

আপনারাও এটাতে বানাতে পারেন শুধু শিখার জন্য। ব্যবহারের জন্য নয়।

  • ( মোবাইল দিয়ে ইনকাম করতে চাইলে এখনি আমাদের টেলিগ্রামে জয়েন করুন বা নিচে ভিডিও দেখুন। দিনে ২০০/৩০০ টাকা ইনকাম)
  • ফ্রি হোস্ট দেয় এমন অনেক সাইট আছে আমি byethost এ তৈরী করবো।

    আপনারা প্রথমে গুগলে সার্চ করেন byethost লিখে

    তারপর এই link এ ক্লিক করুন

    এই লিংকে যাবার পর নিচে দেখতে পাবেন sign up for free এটায় ক্লিক করবেন

    এখানে প্রথমে আপনাদের সাইটের একটা সাব ডোমেইন দিবেন
    পরে আপনার ইমেইল
    এর পরে পাসওয়ার্ড
    এর পরে সাইট ক্যাটাগরিতে forum
    এর পরে সাইট ল্যাংগুয়েজ এ ইংলিশ
    সিকুরিটি কোডে উপরে থাকা লেখা টা লিখবেন।

    রেজিস্টারে একবার ক্লিক করবেন নয়ত রেজিস্ট্রেশন কেটে যেতে পারে। রেজিস্ট্রার এ ক্লিক করার পর কিছুক্ষন অপেক্ষা করুন।

    এর পর আপনাদের সামনে এমন একটা পেইজ আসবে।

    এখন আপনাদের ইমেইলে একটা লিংক সেন্ড করা হয়েছে সেটায় ক্লিক করতে হবে।
    তাই জিমেইল অ্যাপ এ যান

    এরপর প্রথম পেইজে মেইলটি না থাকলে আপনারা মেনু তে ক্লিক করে স্প্যাম এ ক্লিক করুন

    তারপর এই মেইলটি ওপেন করুন

    ভেতরে এমন একটা লিংক পাবেন এটায় ক্লিক করুন।

    লিংকে যাবার পর কিছু টা সময় নিবে। নেওয়ার পর এমন একটা পেইজ আসবে।


    এখানে দেওয়া ইউজার নেইম কপি করে নিন এটাই আপনার cpanel ইউজার নেইম।
    এর পর আপনাদের puffin browser টি নামিয়ে নিলে ভালো হয়।

    অ্যাপ টি ডাউনলোড করার পর ওপেন করুন।
    ওপেন করার পর আপনাদের এই লিংকে যেতে হবে
    cpanel.byethost.com

    এটায় যাবার পর আপনাদের আগে দেওয়া ইউজার নেইম ও পাসওয়ার্ড টি এখানে বসিয়ে লগইন এ ক্লিক করুন।

    এরপর আপনাদের সামনে একটি সিপেনেল আসবে।
    এরপর আপনাদের যেতে হবে softaculous এ

    তারপর wordpress এ ক্লিক করুন।

    এরপর আপনাদের wordpress পুরাতন ভার্সন সিলেক্ট করতে হবে।


    মনে রাখবেন অবশ্যই পুরাতন ভার্সন টি সিলেক্ট করতে হবে।
    এরপর আপনাদের সাইট নেইম ও ডিসক্রিপশণ দিতে হবে

    ওয়ার্ডপ্রেস এডমিন পাসওয়ার্ড ও ইউজার নেইম দিতে হবে

    তারপর install এ ক্লিক করুন

    ইনস্টল হবার আপনাদের দুইটি লিংক দেওয়া হবে একটি আপনাদের সাইটের লিংক আরেকটি এডিন প্যেনলের লিংক।

    সাইট লিংকে যাবার পর আমরা এমন একটি সাইট দেখতে পাবো

    এটাকেই আমরা ট্রিকবিডির মতন বানাবো
    দ্বিতীয় লিংক বা এডমিন প্যেনেলে যেতে আমাদের লগিন করতে হবে।
    আমরা যেই এডমিন ইউজারনেইম আর পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা এখানে দিয়ে লগইন করবো।

    তারপর আপনাদের সামনে একটি ড্যাশবোর্ড শো করবে। এখন প্রথমে আমাদের কাজ হচ্ছে একটি থিম আপলোড দেওয়া।
    থিম টি এখান থেকে ডাউনলোড করুন।

    ডাউনলোড করার পর ড্যাশবোর্ড এর মেনুতে ক্লিক করুন।

    এরপর appearance এ ক্লিক করে themes এ ক্লিক করুন।

    এরপর upload theme এ ক্লিক করুন।

    এরপর ডাউনলোড করা থিমটি সিলেক্ট করে এখানে আপলোড করে দিন।

    আপলোড হয়ে গেলে activate এ ক্লিক করুন।

    এরপর সাইটটা ভিজিট করে দেখুন

    সাইটটি ট্রিকবিডির মত হয়েছে।

    এরপর এখানে কিছু সমস্যা রয়েছে যেমন নোটিফিকেশন ও রিপোর্ট সিস্টেম। তারপর আরো কিছু কাজ রয়েছে যেগুলো আমরা পরবর্তী পোস্টে দেখবো।
    তো আজ এই পর্যন্তই।
    বুঝতে অসুবিধা হলে দেখে নিন এখান থেকেঃ