মোবাইল দিয়ে ওয়ার্ডপ্রেসে ট্রিকবিডি এর মত সাইট তৈরী করার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম।
আগের পর্বে কিভাবে সিপেনেল নেওয়া যায় ফ্রিতে, কিভাবে ওয়ার্ডপ্রেস এ একাউন্ট খুলতে হয় এবং কিভাবে থিম আপলোড করতে হয় ও সেটাপ করতে হয় সেগুলো নিয়ে কাজ করেছিলাম এ পর্বে ট্রিকবিডির যে অন্যান্য কাজগুলো রয়ে গিয়েছিল গত পর্বে যেমন নোটিফিকেশান রিপোর্ট সিস্টেম এবং কিছু প্লাগিন তারপর লোগো চেঞ্জ করা ইত্যাদি এই পর্বে করবো।
প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব আমাদের সর্বপ্রথম নোটিফিকেশন এবং রিপোর্ট সিস্টেম টা ঠিক করতে হবে।
তো প্রথমে একটা প্লাগিন ইন্সটল দেবো প্লাগিন এর ডাউনলোড লিংক আমি এখানে দিয়ে দিয়েছি
আপনারা এখান থেকে ডাউনলোড করবেন।
ডাউনলোড করার পর তা আপলোড করতে হবে তার জন্য ড্যাশবোর্ডের মেনুবার ওপেনকরবেন
মেনুবার থেকে প্লাগইনে ক্লিক করে আপলোড প্লাগিন এ ক্লিক করবেন
তারপর আপনার ডাউনলোড করা প্লাগিন এখানে
সিলেক্ট করে আপলোড এ ক্লিক করে দেবেন
এরপর এক্টিভেট প্লাগিন এ ক্লিক করবেন
প্লাগইনটি এখনই কাজ করবে না তার জন্য এখানে এক্টিভেশন কোড আছে সেটা দিতে হবে তাই আমরা মেনুবারে ক্লিক করে নোটিফিকেশন নামে একটা অপশন পাবো সেটাই ক্লিক করব
এরপর এখানে এক্টিভেট প্লাগিন নামে একটা অপশন পাব সেটায় ক্লিক করব
প্লাগিনটি একটিভ করার জন্য একটি কোড দিতে হবে আর সেটা হচ্ছেঃ- Mehedi
আপনি আপনার সাইট ভিজিট করে দেখেন এখন নোটিফিকেশন এবং রিপোর্ট সিস্টেম কাজ করছে।
আমাদের থিম যাতে গ্লিচ না করে এবং পোস্টগুলো পেইজ আকারে ভালোভাবে শো করে তার জন্য আমাদের আরও একটি প্লাগিন ইন্সটল করতে হবে আর সেটি নাম হচ্ছে wp-pagenavi
এটা ইন্সটল করার জন্য আমাদের মেনুবারে ক্লিক করতে হবে
এরপর প্লাগিন এ ক্লিক করে
Add new এ ক্লিক করতে হবে
এখানে সার্চ করুন wp-page navi প্রথম যেটা আসবে এটাই install করুন।
ইউজাররা যাতে তাদের প্রোফাইল পিকচার আপলোড করতে পারে তার জন্য আমাদের আরও একটি প্লাগিন ইনস্টল করতে হবে যার নাম হচ্ছে avatar
এটা ইন্সটল করে এক্টিভেট করে দিবেন।
এরপর আরো কিছু সেটিং করতে হবে স্ক্রিনশট অনুযায়ী করুন।
সাইটের লোগো চেঞ্জ করতে ড্যাশবোর্ডে যেয়ে
মেনু বার এ ক্লিক করুন এরপর অ্যাপিয়ারান্স এ ক্লিক করে থিম এডিটর এ ক্লিক করুন
এরপর theme header এ ক্লিক করুন
এরপর img tag খুঁজে বের করে লিংক আপনার লগো লিংকের সাথে চেইঞ্জ করুন।
আশা করি আপনাদের ভালো লেগেছে?
অনলাইনে ইনকাম করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হোন।
TipTop BD Online Earn
তো আজ এই পর্যন্তই।
বুঝতে অসুবিধা হলে দেখে নিন এখান থেকেঃ