আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন । আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি গিভওয়ে পোষ্ট । যেখানে আপনি পাবেন ৬মাসের জন্য প্রিমিয়াম ওয়েব হোষ্টিং সম্পূর্ণ ফ্রিতে । তো চলুন জেনে নেয়া যাক এই গিভওয়ে ওয়েব হোষ্টিং এর ডিটেইলস,
- Storage: 1GB NvME SSD
Bandwidth: Unlimited
Database/Email: Unlimited
Sub-Domain: Unlimited
Softaculous Apps Installer
Litetime SSL
Uptime Guarantee
24/7 Support
তো, বন্ধুরা, আশা করি এই প্যাকেজটি সর্ম্পর্কে বুঝতে পেরেছেন । প্যাকেজটি মূলত ট্রায়াল পারপাসে প্রোভাইডার ফ্রিতে দিচ্ছে । আপনারা যারা ওয়েব রিলেটেড কাজ শিখছেন তাদের বা পারসোনাল অথবা প্রফেশনাল কাজেও ব্যবহার করতে পারবেন ।
তাছাড়াও তাদের আরও কয়েকটি পেইড প্রিমিয়াম প্যাকেজ শেয়ার করা হলো ।
5জিবি হোষ্টিং মাত্র 599টাকা
10জিবি হোষ্টিং+ .Com ডোমেইন মাত্র 999টাকা
20জিবি হোষ্টিং+ .Com ডোমেইন মাত্র 1799টাকা
আনলিমিটেড হোষ্টিং+ .Com ডোমেইন মাত্র 4999টাকা
.COM Domain 599 BDT (Coupon Code: COM599 )
যাইহোক ফ্রি প্যাকেজটি অর্ডার করার নিয়মাবলী জেনে নেয়া যাক
১মে ক্লিক করুন ORDER LINK
তারপর নিচের মতো একটি মেনু আসলে মেনু থেকে Premium Hosting সিলেক্ট করুন
তারপর ওই মেনুতে ক্লিক করলে নিচের মতো আরেকটি পেজ আসবে ।
এখান থেকে চিহ্নিত ১ম প্যাকেজ Premium 1GB এর নিচে থাকা Order Now বাটনে ক্লিক করুন । তারপর,
উপরের মতো পেজটি আসলে যদি আপনার পূর্বে কোন ডোমেইন না থাকে তবে ১ম অপশন থেকে নতুন একটি ডোমেইন কিনে নিন । অথবা পূর্বে কোন ডোমেইন কেনা থাকলে ২য় চিহ্নিত অপশন সিলেক্ট করে নিচের বক্সে আপনার কাংখিত ডোমেইন নেমটি দিয়ে দিন ।
তারপর,
এরকম পেজ আসলে নিচের দিকে থাকা কন্টিনিউ বাটনে ক্লিক করুন । তারপর,
এবার ফ্রিতে নেয়ার জন্য কুপন কোড এপ্লাই এর পালা । কুপন কোডঃ APIK100 । বক্সে কোডটি এপ্লাই করুন (এপ্লাই করলে দেখবেন, টাকার এমাউন্ট 0.00 দেখাবে। তারপর, নিচের দিকে থাকা Create a New Account অপশনে গিয়ে আপনার তথ্যগুলো দিয়ে সবগুলো বক্স ফিলাপ করে আপনার জন্য একটি নতুন একাউন্ট তৈরি করুন । তারপর চেকআউট/অর্ডার নাউ অপশনে ক্লিক করে পরবর্তী পেজে যান,,, (অবশ্যই অর্ডার নাউ এর উপরে থাকা, I have read terms & conditions বক্সে টিক মার্ক করে নিবেন)
ব্যাস । আপনার অর্ডার এর পালা শেষ । অর্ডার সম্পূর্ণ হয়েছে, উপরের মতো পেজটি আসবে । তারপর Continue To Client Area তে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার সার্ভিসটি একটিভ হয়ে গেছে । নিচের মতো,,,
আপনার হোষ্টিংয়ের সিপ্যানেল লগিন ইনফো চেক করতে আপনার ইমেইল ইনবক্স চেক করুন । (নিচের মতো,)
আশা করি সকলে বুঝতে পারবেন ।
কোন সমস্যা হলে ইনবক্স করবেন ।
ধন্যবাদ সবাইকে ।