Site icon Trickbd.com

আজকাল এর ব্লগিং যেন “গাছে কাঁঠাল গোফে তেল”।ব্যর্থতা এবং সফলতা (New Blogger Must See)

Unnamed

আসসালামু আলাইকুম ও আদাব

কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি।আজ আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো।টাইটেলটা দেখে হয়তোবা বুঝেই গেছেন কি নিয়ে কথা বলবো।আজ আমি নতুন যারা ব্লগিং শুরু করবেন কিংবা শুরু করেছেন।তাদের উদ্দেশ্যে আমার পূর্ব অভিজ্ঞা থেকে কিছু বলবো।আশা করছি বিষয়গুলো পসিটিভ ভাবে নিবেন।আর হা ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
বর্তমানে যেভাবে ব্লগিং করার শখ তৈরি হয়

আজকাল ফোন নিয়েছে দুইদিনও হয়নি কিংবা ফোন নেয়ই নাই এমন ব্লগার এর অভাব নেই।আজ কাল যে কেউ ফেসবুক কিংবা সামাজিক মাধ্যমগুলোতে নিজের নাম এভাবে দেয় ব্লগার অমুক,ডেভোলপার অমুক,ডিজাইনার অমুক ইত্যাদি ইত্যাদি……..।আরে ভাই তুই ব্লগার ভালা কথা ওটা আবার তোর নামের সামনে লাগাইতে হবে কেন?কারো এই রকম দেখে আরো একজন এই রকম লাগাইতেছে।এভাবেই বাংলায় ব্লোগার তৈরি হচ্ছে।তারপর এরা গুগল/ইউটিউবে ব্লোগিং এর বিষয়ে সার্চ দেয়।তারপর সার্চ রেজাল্ট থেকে কিছু ইউটিউবার/ব্লোগ রাইটার দের তেল মারা কিছু কথা শুনে তাদের মাথার পোকা নড়ে যায়।ভাবতে শুরু করে হাজার হাজার টাকা ইনকাম করবে।আচ্ছা ভাই একটু ভাইবা দেখ এই কাজ যদি এতোই সহজ হইতে তাইলে বাংলার এতো ফ্রিল্যান্সার কাজের অভাবে আজ ….।যেকোনো একটা বিষয়ে প্রোপার জ্ঞান না থাকলে এই কম্পিটিশনের যুগে কিছুই সম্ভব না।শুধু সময় নষ্ট।এখন কেউ বলতে পারেন অমুক , তমুক এত টাকা কামাচ্ছে।হাজার হাজার টাকা ইনকাম করছে।আচ্ছা তুমি তার কাছ থেকে ভালো করে শুনে দেখিও সে কতটুকু জানে।তাকে কত কষ্ট করতে হয়েছে এর জন্য।যদি এত সহজ হতো তাইলে আজ হাজার ট্রিকবিডি তৈরি হতো।যেকোনো একটা বিষয়ে সফলতা চাইলে একটা অধ্যাবস্যায় করা লাগে।শুধু গাছের কাঠাল দেখে গোফে তেল দিলেই হবে না।নামের সামনে এটা সেটা লাগিয়ে কিছু তেল মারা কথা শুনে হয়ে গেলেন ব্লগার বিষয়টা বুঝেন?আজ এসইও বুঝেন না আর নিজেকে ব্লগার দাবি করেন।

যেভাবে সাইট খোলে

একটা ইউটিউব ভিডিও কিংবা টিউটোরিয়াল দেখে কিংবা শিখে এরা সাইট খোলে।হয়তো ব্লগারে খোলে এবং ৭শ-৮শ টাকার একটা ডোমেইন কেনে যা পরে পুরাটাই লস।না হলে বেশি সুবিধা আছে(ইউটিউব থেকে যানছে) এটা যেনে যে ওয়ার্ডপ্রেস ইন্সটল দিয়ে একটা সাইট খোলে।আর হা ইউটিউবে তেল কিংবা কোথাও থেকে এত টাকাই এত জিবি সাথে ডোমেইন ফ্রি এটা যেনে একটা থার্ডক্লাস সাইট থেকে হোষ্টিং নেয়।তার পরে কিছু দিন পর দেখে ভিজিটর নেই(SEO করা নেই)।সাইট মাঝে মাঝেই ডাউন হয়ে যায় (hosting Problem)।আরে ভাই একটা সাইট মেইনটেইন করতে হলে কত্ত কিছু জানতে হয়।একজন ব্লগার হতে হলে অনেকটা যানতে হয়।ইউটিউবার রা তেল মারবেই ওটাই তাদের কাজ।তাই বলে আপনি না ভালো করে যেনে টাকা , সময় নষ্ট করবেন।এটাতো পাগলামি।দিনশেষে আপনি ব্যার্থ।

এরপর সাইট বাচানোর চেষ্টা

যখন দেখতেছে যে সাইট সফলতা পাচ্ছে না।তখন বিভিন্ন সোসাল মাধ্যমে উরাধুরা সেয়ার।কন্টেন্ট যখন দেখা যাচ্ছে আর লিখতে পারছে না।তখন বিভিন্ন ফেসবুক গ্রুপে বলতেছে।কন্টেন্ট রাইটার লাগবে প্রতি পোষ্ট ১০টাকা,পুরষ্কার আছে ব্লা ব্লা….।আরে ভাই আপনার যেখানে ভিত্তি ঠিক নেই।ব্লোগ লিখতে পারেন না।এসইও পারেন না।সেখানে ব্লোগ রাইটার নিয়ে কি করবেন?আগে বিষয়টা যানুন বুঝুন তারপর কাজ করুন।তারপর দেখা যাবে উরাধুরা কপি পোষ্ট।তারপর এডসেন্স এপ্লাই ফলাফল রিজেক্ট।তারপর আর কি হোষ্টিং/ডোমেইন এর মেয়াদ শেষ সাইটের বিদায়।

আচ্ছা তাহলে কি ব্লগিং করা যাবে না?

যাবে না কেন অবশ্যই যাবে।আগে বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করুন বুঝুন।কি কি যানতে হবে তা যানুন।তারপর কাজ শুরু করুন।আসলে বিষয়টা যে খুব কঠিন তাও না এবং খুব সহজ তাও না।কপি পোষ্ট,মানহীন কনটেন্ট,এসইও etc ছাড়া যদি সারা জীবন চেষ্টা করলেও সফল হবেন না।এ পর্যন্ত যারাই ব্লগিং করে ইনকাম করছে তাদের থেকে শুনে দেখবেন অভিজ্ঞা অর্জন করবেন।আচ্ছা, ভাবুন তো অনেক সাইট এলো আবার চলেও গেলো কিন্তু ট্রিকবিডি এখনও আছে কেন?কারন তারা সব কিছু মেইনটেইন করছে।আপনার মান ভালো হলে ভিজিটর খুজতে হবে না ভিজিটরই আপনাকে খুজবে।দুই চারটা কোড ইডিট করে,একটা ক্রাক করা থিম নেট থেকে ডাউনলোড করে আপলোড করলেন ব্লগিং সাইট হয়ে গেল এটা কিন্তু এত্ত সহজ না।সম্পুর্ন জ্ঞান অর্জন করে কাজ করুন দিনশেষে দেখবেন আপনি সফল।
যাইহোক,বুঝে কাজ করুন সফল হন এই প্রত্যাশাই থাকবে আমার।
কিছু কথাঃ
সম্পুর্ন পোষ্টটাই আমার নিজ অভিজ্ঞা এবং বাস্তবতার উপর নির্ভর করে লেখা।ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।পারলে কমেন্টে ভুলটা ধরিয়ে দিবেন।
যেকোনো সমস্যায় ফেসবুকে আমি

ধন্যবাদ