আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি মেম্বারস

কেমন আছেন সবাই ,আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন।

আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আপনাদের মাঝে একটি দারুন ট্রিক শেয়ার করতে চলে এলাম।

ওয়েবসাইট খুলে বসে থাকি আমরা অনেকেই, কিন্তু

নতুন ওয়েবসাইট হওয়ার জন্য

আমাদের ওয়েবসাইট মানুষের কাছে পরিচিত পায় না।

অনেক ভাল কনটেন্ট তৈরি করার পরেও ওয়েবসাইট

এর রিচ বাড়ে না।

আজকে আমি আপনাদের কিছু টিপস শেয়ার করার চেষ্টা করব

যেগুলো আপনি প্রয়োগ করে আপনার ওয়েবসাইটটি কে

গ্রো করতে পারবেন।

প্রথমত

একটি ওয়েবসাইট খোলার পরে ভালোমতো ট্যাগ ইউজ করতে হবে।

মানুষ সাধারণত গুগলে সার্চ করে এমন ট্যাগ ইউজ করতে হবে।

এর ফলে নিজের ওয়েবসাইট এ দেওয়া ট্যাগ

গুলো মানুষ সার্চ করতে থাকলে আস্তে আস্তে ভিজিটর বাড়বে।

দ্বিতীয়তঃ

SEO করতে হবে।

SEO= search engine optimization

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এর মাধ্যমে

ওয়েবসাইট এ ভিজিটর বাড়ানো সম্ভব।

এবং সব সময় চেষ্টা করতে হবে ইউনিক কন্টেন্ট তৈরি করার।

তৃতীয়তঃ

কখনো কোন পোস্ট চুরি করা বা কপি করা যাবে না।

এর ফলে গুগোল আপনার ওয়েবসাইটে স্ট্রাইক দিতে পারে।

এবং আপনার ওয়েবসাইটটিকে বন্ধ করতে পারে।

সুতরাং কখনো কপি পোস্ট করবেন না।

যদিও কপি পোস্ট করার চেষ্টা করেন তবে কিছু কিছু বিষয় পরিবর্তন করে

লিখতে হবে।

চতুর্থতঃ

পোস্ট গুলোর লিংক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে হবে।

বর্তমানে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে ফেইসবুক বেশি ব্যবহার করে থাকে।

সুতরাং আপনার পোস্টগুলোর লিংক কপি করে

আপনি ফেসবুকে বিভিন্ন গ্রুপে বা প্রোফাইলে পোস্ট করতে পারেন

এর ফলে আস্তে আস্তে আপনার ওয়েবসাইটের রিচ বাড়তে থাকবে।

এবং ইউনিক কন্টেন্ট তৈরি করতে থাকলে আস্তে আস্তে আপনার ওয়েবসাইটে

ট্রাফিক তৈরি হবে।

এবং গুগল অ্যাডসেন্স পাওয়ার পর থেকে

স্বাধীন মত ইনকাম করতে পারবেন।

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

যদি কারো টেক রিলেটেড কোন বিষয়ে হেল্প লাগে আমাকে জানাবেন।

আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন।

ট্রিকবিডি এর সাথেই থাকবেন।

4 thoughts on "কিভাবে নিজের ওয়েবসাইট এ ট্রাফিক বাড়াবেন!!"

  1. Levi Author says:
    ১টা করে লাইন লেখার পর লাইন ব্রেক না দিয়ে একটি করে প্যারা লিখে তারপর লাইন ব্রেক দিলে পোস্ট সুন্দর হবে।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Tnq

Leave a Reply