Site icon Trickbd.com

HTML কি? HTML এর কাজ কি? HTML এর সুবিদা কি কি! সব জানুন Very Importent!

Unnamed

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।

HTML কি?

HTML এর পূর্ণরূপ হলো Hyper Text Markup Language. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web:WWW) ডকুমেন্টের বিভিন্ন ধরণের উপাদান ও উপকরণ তৈরি করা, ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েব পেজে তথ্য উপস্থাপন ও ফরমেট করতে যে ল্যাংগুয়েজটি সবচেয়ে
বেশি ব্যবহৃত হয় তা হলো HTML. HTML ল্যাংগুয়েজটি ব্যবহার করে প্রোগ্রামাররা ওয়েব পেজে লেখা, অডিও, ভিডিও, স্থির চিত্র, এনিমেশন ইত্যাদি সুন্দরভাবে উপস্থাপন করে।এটি ভিজুয়াল বেসিক C++ এর মত কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়। এটি এক ধরণের Script ল্যাংগুয়েজ।এই ধরণের ল্যাংগুয়েজ ব্যবহার করে মূলত ডকুমেন্টের স্ট্রাকচার নির্দেশ করা হয়। HTML থাকে ব্রাউজার কিভাবে বিভিন্ন অংশকে প্রদর্শন করবে তার নির্দেশ।এটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ থেকে অনেক সহজ।

HTML এর কাজ কি?

HTML এর প্রধান কাজ হলো কোন একটি ওয়েবসাইট তৈরি করা। ওয়েবসাইট তৈরি করা ছাড়াও বিভিন্ন ধরনের গেম ডেভেলপমেন্ট, নেভিগেশন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফরমেটিং এই কাজগুলি ও করা হয় HTML দিয়ে। HTML বিভিন্ন ধরনের tag এবং code এর মাধ্যমে কাজ করে। বিভিন্ন ধরনের ট্যাগ HTML এ ব্যবহার করার ফলে নির্দিষ্ট ওয়েব পেজটি কিভাবে ওয়েব ব্রাউজার দেখানো হবে সেটি
নির্দেশ দেয়।বিভিন্ন ধরনের tag এর সাহায্যে ওয়েব পেজকে Colours, graphics, text, formating করা হয়। ট্যাগ এর মধ্যে থাকা বিভিন্ন ধরনের এলিমেন্ট নির্দিষ্ট ওয়েব পেজকে ইউজার এর সামনে attractive করতে সাহায্য
করে।

HTML এর সুবিধা কি?

  • HTML সহজে ব্যহার করা যায় এবং HTML দ্বারা তৈরীকৃত পেইজ সহজে লোড
    হয়।
  • HTML দিয়ে যেকোন ওয়েবপেইজের টেমপ্লেট তৈরি করা যায়।
  • HTML দিয়ে কোন পেইজের তথ্যকে খুব সহজে যেকোন স্থানে সরানো যায়।
  • HTML অধিকাংশ ব্রাউজারে সাপোর্ট করে।
  • HTML দিয়ে যেকোন টেক্সট এডিটরে এডিট করা যায়।পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে,তাই এটি খরচ সাশ্রয়ী।
  • HTML দিয়ে খুব সহজে আকর্ষনীয় ওয়েবপেইজ তৈরী করা যায়।সিনটেক্স সহজ তাই HTML শেখা সহজ।
  • HTML দিয়ে ওয়েব ফরম ডিজাইন করা যায় এবং বিভিন্ন ধরনের ফরমেটিং করা যায়।
  • Css, php, javascript, Asp, Jsp প্রভৃতি প্রোগ্রামিং টুলস সমর্থন করে HTML এ।
  • এই ছিল HTML।আশা করি পোষ্ট আপনার ভালো লেগেছে।আর কোনো সমস্যা হলে কমেন্ট এ বলতে পারেন।

    আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।