আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন।
গত ১লা জুন একটা পোষ্ট করেছিলাম কিভাবে ডোমাইন হোস্টিং স্ক্রিপ্ট ছাড়াই এসএমএম প্যানেল (SMM Panel) ওয়াবসাইট ফ্রীতেই বানাবেন।
কিন্তু Socpanel বিভিন্ন সমস্যার কথা অনেকে আমাকে ফেসবুকে জানিয়েছে এবং PHP তে কিভাবে বানানো যাবে সেটি পোষ্ট করতে বলেছে। তাদের জন্য আজকের এই পোষ্ট।
SmartPanel কি:
SmartPanel হলো এসএমএম প্যানেলের জন্য জনপ্রিয় একটি স্ক্রিপ্ট। এটি একটি নুলেড স্ক্রিপ্ট। যার অরিজিনাল মূল্য ৩৯ ডলার। SmartPanel স্ক্রিপ্ট ব্যবহার করার জন্য অবশ্যই ডোমাইন এবং হোস্টিং থাকা লাগবে। ফ্রি হোস্টিং নাও হতে পারে।
SmartPanel এ যা যা পাবেন:
SmartPanel নুলেড ভার্সনে যা কাজ করে নাঃ
যেহেতু এটি নুলেড স্ক্রিপ্ট এজন্য এটাতে বাগ থাকা স্বাভাবিক।
এপর্যন্ত আমি একটি সমস্যা পাইছি সেটি হলো ই-মেইল সেটিং কাজ করে না। এজন্য ইমেইল সেটিং অফ রাখতে হয়।
SmartPanel স্ক্রিপ্ট ডাউনলোড:
এপর্যন্ত আমি একটি সমস্যা পাইছি সেটি হলো ই-মেইল সেটিং কাজ করে না। এজন্য ইমেইল সেটিং অফ রাখতে হয়।
SmartPanel স্ক্রিপ্ট ডাউনলোড:
স্ক্রিপ্ট লিংকঃ গুগল ড্রাইভ
ডেটাবেসঃ গুগল ড্রাইভ
SmartPanel ইন্সটল:
প্রথমে আপনার হোস্টিং প্যানেল থেকে একটি ডেটাবেস, ইউজার খুলে & এক্সেস দিয়ে নিবেন।
তারপর PhpMyAdmin থেকে সেই ডেটাবেসে ডাউনলোড করা sql ফাইলটি ইমপোর্ট করবেন।
এবার File Manager গিয়ে public_html অথবা যে ফোল্ডারে সাইট বানাতে চান সেখানে ডাউনলোড করা স্ক্রিপটি অপলোড করে Extract করুন।
আনজিপ ফাইলে app>config.php ফাইল পাবেন
সাইট ভিজিট করলে এমন দেখতে পারবেব।
email: admin@admin.com
pass: 123456
লগো, নাম, টাইটেল,ডিফল্ট সেটিং,মেনুয়াল পেমেন্ট সেটা করার নিয়ম:
সাইটে গিয়ে এডমিন লগইন করুন(email: admin@admin.com & pass: 123456)।
লগইন করার পর ইউজার লিস্ট দেখতে পাবেন, সেখান থেকে মেনু আইকনে ক্লিক করলে এডমিন কন্ট্রোল সব দেখতে পাবেন।
Manual Payments থেকে পেমেন্ট সংক্রান্ত তথ্য যোগ করতে পারবেন।
Api যোগ করবেন যেভাবেঃ
SMM Panel ওয়েবসাইটের সার্ভিস এড করার জন্য api প্রয়জন, Smart Panel এ প্রায় সকল সাইটের api কানেক্ট করা যায়।
গত পোষ্টের মত আবারও SMTPanel.Com থেকে api নিয়ে কানেক্ট করে দেখাবো। SMTPanel.COm মাত্র ২০ টাকা ডিপোজিট করা যায় এবং ৭ টাকার কমে ১ হাজার ফেসবুক ফলোয়ার পাওয়া যায়। SMTPanel api নেওয়ার জন্য এখানে গিয়ে একাউন্ট খোলা না থাকলে একাউন্ট খুলে api অপশন থেকে api & api url পাবেন।
সাইটে api এড করা জন্য Menu>Api Provider>Add New গেলে এমন দেখতে পাবেন
প্রথম বক্সে নাম, ২য় বক্সে api url & ৩য় বক্সে api key দিয়ে সেভ দিলেই api আপডেট হয়ে যাবে।
সার্ভিস এড করার নিয়মঃ
সার্ভিস এড করার জন্য Menu>Services>Import>choice provider ( এখানে আপনার এড করা api নেম সিলেক্ট কিরবেন) > Bulk Import Service >
প্রথম বক্সে কত পার্সেন্ট লাভ রাখতে চান সেটি সেলেক্ট করবেন এবং ২য় বক্সে all দিবেন। তাহলে api সাইটের সব সার্ভিস এড হয়ে যাবে।
সার্ভিস নেম/প্রাইস কম বেশি করতে চাইলে Menu>Services গিয়ে সেই সার্ভিস এডিট করতে পারবেন।
ইউজার ব্যালেন্স Add fund করবেন যেভাবেঃ
ইউজার টাকা পাঠালে তার একাউন্টে টাকা যোগ করার জন্য Menu>Users> three don Add fund Amount এ কত ডলার দিতে চান সেটি দিয়ে তার নিচের বক্সে এডমিন পার্সওয়ার্ড দিয়ে সেভ দিলে ব্যালেন্স যোগ হয়ে যাবে।
Cron Job কমান্ড এডঃ
Cron Job কমান্ড এডঃ
ক্রন (cron) হচ্ছে ইউনিক্স-সদৃশ অপারেটিং সিস্টেমের টাস্ক শিডিউলার প্রোগ্রাম। এর কাজ হচ্ছে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট কাজ করা, ভালো করে বললে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম বা কমান্ড বা স্ক্রিপ্ট এক্সিকিউট করা। এটি এড না করলে অর্ডার api সাইটে ট্রান্সফার হবে না।
Cron Job এড করার জন্য হোস্টিং সিপ্যানেল থেকে Cron Job যেতে হবে
Cron Job গিয়ে Common Settings এ Once per Minute দিবেন
wget –spider -O – https://yourwebsite.com/cron/order >/dev/null 2>&1
https://yourwebsite.com আপনার সাইট এড্রেস দিয়ে Add New Cron Job ক্লিক করবেন।
wget --spider -O - http://yourwebsite.com/cron/multiple_status >/dev/null 2>&1<br /><br />
wget --spider -O - http://yourwebsite.com/cron/dripfeed >/dev/null 2>&1
wget --spider -O - http://yourwebsite.com/cron/subscriptions >/dev/null 2>&1
এবার টেষ্ট করার পালাঃ
অন্য ব্রাউজার গিয়ে অথবা একই ব্রাউজারের Incognito Mode গিয়ে নতুন একাউন্ট করে এডমিন প্যানেল থেকে কিছু ডলার যোগ করে একটা টেষ্ট অর্ডার করে দেখুন।
অর্ডার করার পর এডমিন প্যানেল থেকে Menu>Orders গিয়ে যদি নিচের মত অর্ডার নম্বারের নিচে একটু ছোট করে আরেকটা অর্ডার আইডি(api order id) থাকে তাহলে আপনার অর্ডার api সাইটে ট্রান্সফার হয়েছে।
Api Provider নিয়ে কিছু কথাঃ
বর্তমানে অনেক বাংলাদেশি api provider সাইট পাবেন, কিন্তু এগুলোর বেশির ভাগ কম দামে সার্ভিস দেওয়ার নাম করে প্রতারনা করতিছে।
এসব সাইট চেনার উপায় হচ্ছে, এগুলোতে মিনিমাম ১০-৫০ ডলার ডিপোজিট করতে হয়।
যেগুলো ট্রাস্টেড সাইট এগুলোতে ১-৫ ডলার ডিপোজিট করা যায়। তাই এসব থেকে সাবধান থাকাই ভালো।
আমার সাজেস্ট থাকবে SMTPanel.Com ব্যবহার করার, এখানে মাত্র ২০ টাকা ও ডিপোজিট করা যায়।
যেকোন সমস্যা হলে কমেন্ট করুন।
অথবা ফেসবুকে মেসেজ করতে পারেন Parves Akando