আসসালামু আলাইকুম,

আশা করি প্রিয়
ট্রিকবিডিবাসির সবাই ভালো
আছেন।আমিও আল্লাহর
রহমতে আর আপনাদের
দোয়ায় ভালো আছি।

প্রিয়,
ট্রিকবিডির জন্য আজকে একটা পোষ্ট
লেখতে বসলাম।জানি না
আপনাদের কেমন লাগবে…..??

যদি পোষ্টটি পছন্দ হয়
তাহলে অবশ্যই পোষ্টে
লাইক ও কমেন্ট করবেন।

আজকে আপনাদেরকে দেখাবো প্রশ্নোত্তর সাইটে কিভাবে জাভা দিয়ে প্রশ্ন ও উত্তর দেওয়ার সিস্টেম করবেন।অনেকেই বিভিন্ন সময় জাভা ফোন দিয়ে টাকা ইনকাম করার জন্য প্রশ্নোত্তর সাইট তৈরি করে থাকেন।কিংবা অনেক এন্ড্রোয়েড ইউজার অনলাইনে আয় করার জন্য প্রশ্নোত্তরভিত্তিক অনলাইন প্লাটফর্ম তৈরি করে, গুগল এডসেন্স পেতে চান।কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে অনেকে তাদের প্রশ্নোত্তর সাইটটি আর এগিয়ে নিতে পারে না।শুরুতেই তাদের সাইট ডাউন হয়ে যায়।কিন্তু অনলাইনে আয় করতে হলে আমাদের প্রয়োজন ধৈর্য্য, যা অনেকে হারিয়ে ফেলে।ফলাফল তারা সফল হতে পারে না, এই অনলাইন জগতে।কিন্তু একটু ধৈর্য্য আর কষ্ট করতে পারলে আপনিও অনলাইনে খুব ভালো পরিমাণে টাকা আয় করতে পারবেন, যেমনটা আমি বর্তমানে আয় করছি।যাই হোক এসব কথা অন্য আরেকটি পোস্টে কোনো একদিন বলবো।এখন মূল পোষ্টে ফিরে যাই।
তো অনেকে আছেন, যারা তাদের প্রশ্নোত্তর সাইটে জাভা ইউজারদেরকে দিয়ে কিছু টাকার বিনিময়ে কাজ করাতে চান।কিন্তু আমরা যখন প্রশ্নোত্তর সাইট রান করাই, তখন একটা প্লাগিন আমাদের সাইটে না থাকার কারণে জাভা ইউজাররা প্রশ্ন ও উত্তর ঠিক মতো করতে পারেন না।আর প্রশ্ন করতে পারলেও তারা উত্তর দিতে পারে না।আজকের পোস্টের মাধ্যমে সেই প্লাগিন আর সহজ কিছু কাজ করার ফলে আপনার প্রশ্নোত্তর প্লাটফর্মে খুব সহজেই জাভা ফোন ইঊজাররা প্রশ্ন ও উত্তর দিতে পারবে।
plugin link
প্রথমে উপরের লিংক থেকে প্লাগিনটা ডাউনলোড করে নিন।এরপর আপনার হোস্টিং এর সিপ্যানেলে এটি আপলোড করে দিন।কিভাবে সিপ্যানেলে আপলোড করবেন তা নিচের স্ক্রিনশটগুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন।

তবে মনে রাখবেন শুধু প্লাগিন আপলোড করলেই হবে না, এরপর সেটা extract করতে হবে।
এখন প্লাগিন আপলোড দেওয়ার কাজ শেষ হলে, আপনার সাইটের এডমিন বা প্রশাসন প্যানেলে যান।এরপর পোস্টিং এ গিয়ে নিচের দিকে স্ক্রল করে সাধারণ সম্পাদক করে দিন।নিচের স্ক্রিনশটগুলো ফলো করুন।


এখন একদম নিচে গিয়ে সেইভ করে দিন।

ব্যাস আপনার কাজ শেষ, তাহলেই আপনার সাইটে জাভা মোবাইলফোন ইউজাররা প্রশ্নোত্তর করতে পারবেন খুব সহজভাবে।তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি।
খুব শীঘ্রই কিভাবে অনলাইনে সহজে গুগল এডসেন্স পেয়ে বিক্রি করে আয় করতে পারেন, তা নিয়ে পোস্ট করবো ইনসাল্লাহ্।

13 thoughts on "প্রশ্নোত্তর সাইটে জাভা দিয়ে উত্তর দেওয়ার সিস্টেম চালু করুন"

  1. Avatar photo Hridoy Mini Expert Author says:
    Wapka তে পয়েন্ট সিস্টেম প্রশ্নোত্তর সাইটঃ https://bdboighor.com/qna
    প্রশ্নোত্তর করলে পয়েন্ট জমা হয় ????
    1. Avatar photo sharif Author Post Creator says:
      Spamming koren na bro…??
  2. dipzolroy Contributor says:
    আরে ভাই যারা প্রশ্নোত্তর সাইট বানাতে পারে তারা এই প্লাগিন সম্পর্কে খুব ভালোভাবেই জানে । শেয়ার করে কোন উপকার পেলাম না
    1. Avatar photo sharif Author Post Creator says:
      Sobai jane na bro… Onek user ase jar a jane na…??
  3. Avatar photo Md Mahabub Khan Author says:
    BDStoryKing.ga এটি ওয়াপকিজ সাইট এই সাইটে কিভাবে পয়েন্ট চালু করব ?
    1. Avatar photo Hridoy Mini Expert Author says:
      Wapka te chalu korte chaile bolte paren khub kom dame theme sell dibo
    2. Avatar photo sharif Author Post Creator says:
      Scams korben na…?
  4. Avatar photo Rahul Islam Contributor says:
    আরে ভাই প্রশ্ন উত্তর সাইট বানানো এবং থিম ইডিট আর নতুন পেজ কিভাবে হবে তা নিয়ে পোষ্ট করো।
    1. Avatar photo sharif Author Post Creator says:
      Kivabe Q2A website create korben ta niya Trickbd te post ase to dekhen…ar theme edit niya inshallah post korbo..???
  5. Avatar photo Rahul Islam Contributor says:
    Theme Edit, Page Crate, Plugin Upload এগুলার জন্য পোষ্ট করো।
    ফ্রী হোষ্ট দিয়ে করো তাই হবে।
    তাড়াতাড়ি চাই
    1. Avatar photo sharif Author Post Creator says:
      I will try it bro…
  6. mrfarhanisrak Levi Author says:
    সুন্দর।

Leave a Reply