Site icon Trickbd.com

[Hot] ওয়াপকিজ কিংবা যেকোনো সাইটে ফ্রি ডোমেইন অ্যাড করুন ।

Unnamed

আসসালামু আলাইকুম ।
বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে বলবো তা পোস্টের থাম্বনাইল দেখি বুঝে গেছেন। wapkiz কিংবা যে কোন সাইডে কিভাবে ফ্রি ডোমেইন এড করে। কাজটি জাভা মোবাইল দিয়ে করা যায়।

বন্ধুরা আপনি যদি ইংরেজি একটু এক্সপার্ট হন তাহলে online জগতের যে কোন কঠিন কাজ সহজ করে নিতে পারবেন সুতরাং অনলাইন জগতকে সহজে করে নিতে একটু হলেও ইংরেজি শিখা ভালো।

তো যাই হোক সবার আগে একটু ডোমেইন নিয়ে ধারণা নেই। বলে রাখি ট্রিকবিডির প্রত্যেকটা ইউজার খুবই এক্সপার্ট তাদেরকে আমি শিখাতে চাই না। তাদের থেকে নতুন কিছু শিখতে চাই।। সুতরাং যে সকল এক্সপার্ট বড় ভাইয়েরা freenom.com দিয়ে ফ্রিতে ডোমেন এড করার নিয়ম জানেন তারাও পোস্টটি পরে আমার ভুলগুলো ধরে দিন। যাতে আমি ভুলগুলো শুধরে উঠতে পারি । ডোমেইন কি তার সহজ উদাহরণ হল আমরা যারা ফেসবুক চালাই তারা দেখে থাকি facebook.com । এই যে এখানে facebook.com দেখছেন এটি একটি ডোমেইন। আর ডোমাইনের সাহায্যে আমরা অনলাইনে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে থাকি। যেমন ধরেন আপনি এখন ট্রিক বিডিতে আছেন trickbd.com এই ডোমেইন ব্যবহাকরে। এক কথায় ডোমেইন হল কোন ওয়েবসাইটের এড্রেস ।

ডোমেইন দুই ধরনের
Top Level Domain
যে ডোমেনগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় । সার্চ ইঞ্জিনে সবার আগে দেখায়। সহজে অ্যাডসেন্স পাওয়া যায় । এক কথায় সব রকমের সুবিধা পাওয়া যায় । এই ডোমেইন গুলোকে SEO friendly domain বলে । তাই ইনকামের জন্য এই domain গুলো ব্যবহার করা প্রয়োজন। সাধারণভাবে ফ্রিতে পাওয়া যায় না ।কিনে নিতে হয় ।

Top Level Domain

.com(commercial)
.org(orgenization)
.net(network)
.gov(government)
.edu(education)
.biz(business)
.info(information

Country Code Top
Level Domain

কোন দেশকে টার্গেট করে যদি আপনি কোন সাইট তৈরি করেন তাহলে এই domain গুলো ব্যবহার করতে পারেন।
Country Code Top Level Domain
.bd(bangladesh)
.us(united status)
.ro(romania)
.cn(china)

ইত্যাদি

এছাড়াও আরো অনেক ডোমেইন রয়েছে। যেমন .tk, .go ইত্যাদি যেগুলো ফ্রিতে ব্যবহার করতে পারেন। আমি এখন BDtipstricks.aino.pk এই সাইডে .tk ডোমেইন এড করব যেটা এড করার পর BDtipstricks.tk হয়ে যাবে । দেখুন আপনারা সাই ড link এখানে কিন্তু ছোট হয়ে যায়। ওয়াপকিজ সাইট ডোমেন এড করা সবচেয়ে বড় সুবিধা হল ওয়াপকিজ সাইড কিন্তু ফেসবুক ব্লক করা অর্থাৎ এই সাইড লিংক ফেসবুকে প্রবেশ করাতে পারবেন না আর আপনি যদি ডমেইন এড করেন তাহলে ফেসবুকে লিংক প্রবেশ করাতে পারবেন। অর্থাৎ আপনি ফেসবুক থেকে ভিজিটর আনতে পারবেন। এবার আপনি বুঝতেই পারছেন এড করলে কতটা লাভ হয়। যাই হোক,
চলুন কথা না বাড়িয়ে কাজের দিকে এগাই

নিচে স্ক্রীনশট সহকার আপনাদের দেখিয়ে দেওয়া হলো

যেকোনো মোবাইল থেকে গুগলে Dot.tk লিখে সার্চ করুন অথবা এই Clickলিংকে যান।
নিচে স্ক্রিনশটের মত একটি পেজ ওপেন হবে। আপনার সাইট নেম ডট ডোমেন নেম দিন। check available এ ক্লিক করুন

ডোমেন খালি থাকলে চেক আউট লেখা আসবে স্ক্রিনশটের মত ।
খালি না থাকলে নিচে গিয়ে অন্য ডোমেন এপ্লাই করুন।
ডোমেইন পেয়ে গেলে check out এই ক্লিক করুন

নিজের মতো একটি পেইজ ওপেন হবে মেয়াদ ১২ মাস করে দিন continue এ ক্লিক করুন।


খালি ঘরে আপনার ইমেইল দিন পরে verify my email address এ ক্লিক করুন

নিচের স্ক্রিনশট দেখুন এখন আপনার জিমেইলে একটি ভেরিফাই লিংক গেছে
আপনার জিমেইলের ইনবক্স চেক করুন

ইনবক্সে দেওয়া লিংকে ক্লিক করুন

আমার মত করে ফরমটি পূরণ করুন zip code এ যেখানে একটি কোড দিন
I have read and agree to that treams and condition এর সামনে টিক দিন completed order এ ক্লিক করুন

click here go to you client area এ ক্লিক করুন
একটু নিচে যান এবং my domain এ ক্লিক করুন

. . দেখুন আপনার ডোমেন একটিভ আছে

management tools এ ক্লিক করুন

nameserver এ ক্লিক করুন

use custom name servers এর সামনে টিক দিন আরে স্ক্রিনশট এর মত লিখুন
Change name server এ ক্লিক করুন

ঠিকঠাক মতো দিয়ে থাকলে স্ক্রিনশটের মত আসবে
ওয়াপকিজ সাইড প্যানেল মোডে যান

একটু নিচে যান domen setup redirect এ ক্লিক করুন

সাইডের নিউ ডোমেন দিন parking এ ক্লিক করুন[

নিচের স্ক্রিনশটের মত আসলে বুঝবেন ডোমেন এড হয়েছে। তা না হলে আবার চেষ্টা করুন

ভুল ত্রুটি হলেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কোথাও না বুঝলে কমেন্ট করবেন।
Wapkiz সাইডে কি সদস্যদের পোস্ট পেন্ডিং করার সিস্টেম আছে? কেউ জানলে জানাবেন ‌‌

আল্লাহ হাফেজ

Exit mobile version