আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই, আশা করছি সকলে অনেক ভালো আছেন।
একটি ওয়েবসাইট তৈরিতে হোস্টিং এর পাশা পাশি Domain ও খুব গুরুত্বপূর্ণ।  কারণ ডোমেইন আপনার সাইটের আইডেন্টিটি বহন করে। ডোমেইন যার যত স্মার্ট, তারনাম মানুষ এর মুখে মুখে থাকবে। সহজে চাইলেও তা ভুলতে পারবে না।

বাংলাদেশ এ বিভিন্ন কোম্পানি ডোমেইন সার্ভিস দিয়ে থাকে। তবে বেশির ভাগ বাংলাদেশি PDR থেকেই ডোমেইন রিসেল করে। , তবে PDR এর সম্পূর্ণ সার্ভিস সব কোম্পানি দিতে পারে না। এই যেমন ডোমেইন এর advance DNS add অপশন অনেক দেশি ডোমেইন দিতে পারে না। দিতে হলেও তাদের সাপূর্ট নিতে হবে।
কিন্তু আপনার যখন ইচ্ছা তখন নিজের মত চেঞ্জ করতে পারছেন না।
এর জন্য অনেক এ গুগল ব্লগার এ ডোমেইন add করতে সমস্যার সমূখীন হন।
তবে এখন ক্লাউডফয়ারস এই টা কে অনেক ইজি করে দিয়েছে। যাই হোক এই প্রসঙ্গে না যাই।
বাংলাদেশ থেকে ডোমেইন কিনলে PDR এর ফুল access পাবেন হাতে গনা কয়েকটি প্রতিষ্ঠান এ।
যারা সরাসরি PDR এর full api access আছে। with 2 fector Authenticator সহ।
যারা বুঝছেন না PDR -কি? তাদের জন্য বলে রাখি, PDR এর পূর্ণরূপ Public Domain Registry, Inc,  যারা মুলত ডোমেইন সার্ভিস দিয়ে থেকে। এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। 
Whois এ গেলে trickbd এর ডোমেইন এর রেজিস্টার দেখতে পাবেন Public Domain Registry, Inc (PDR)


বাংলাদেশ এদের সার্ভিস এর জন্য সব থেকে ভালো হবে alpha.net.bd
এটি বাংলাদেশর হোস্টিং সার্ভিস এর শুরুর দিকের প্রতিষ্ঠান।  এদের কাছে Public Domain Registry, Inc এর ফুল access পাবেন। সাথে পাবেন কাস্টমার সাপূর্ট। 
ডোমেইন এর জটিল সমস্যা এদের থাকে ভালো খুব কম কোম্পানি দিতে পারবে। কারণ এরা সারাসরি ভাবে PDR এর সাথে লিংকেড।
এদের থেকে ডোমেইন কেনার সাথে সাথে active যাবে।
এখানে name server  চেঞ্জ করলে সাথে সাথে হয়ে যায়।
আমি কিছু কোম্পানি দেশি দেখেছি যাদের Nameserver চেঞ্জ এ জামেলা করে। এই ধরেন
নেমসার্ভার সেট করছি। কিন্তু নিচ্ছে না।
যাই হোক সেটার নাম আর নাই নিলাম। আমি আল্ফা নেট থেকে ৮ বছর আগে থেকে সার্ভিস নিয়েছি। তখন থেকেই তাদের সার্ভিস অনেক ভালো লেগেছে। সময় এর সাথে অনেক কিছু আপডেট হয়েছে। তাদেরো অনেক আপডেট হয়েছে। বেশি কথা না বলে, এখন বলছি Alpha Net থেকে কি কি সার্ভিস পাওয়া যায়ঃ
১. হোস্টিং সার্ভিস (ওভার প্রাইজ) আমি এখান থেকে হোস্টিং  নিয়ে সন্তুষ্ট নই।
২. ডোমেইন সার্ভিস এ পাবেন ইন্টারন্যাশনাল সকল ডোমেইন।
৩. লোকাল ডোমেইন (.bd) সকল ডোমেইন।
৪. edu ডোমেইন,  অনেক এ edu মেইল নিয়ে পড়ে আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। (তবে প্রতিষ্ঠান এর প্রামণ লাগতে পারে)
৫. gov.bd ডোমেইন। (এটা আমাদের মত আমজনতার জন্য না)
৬. এদের কাছে গুগল গিফট কার্ড, ছাড়াও বেশ কিছু সার্ভিস আছে। ওয়েবসাইট ভিজিট করে সব খুজে খুজে দেখে নিবেন।

প্রতিটি ডোমেইন বিকাশ/নগদ/উপাই/রকেট দিয়ে কেনা যাবে। সাথে ব্যাংক কার্ড ও ব্যবহার করতে পারবেন।
ডোমেইন এর সাথে প্রাইভেসির জন্য প্রটেকশন। 

মানে হইহে ডোমেইন এর সাথে যে সকল ইনফরমেশন থাকবে তা পাবলিক যানো Whois না দেখতে পারে তা হাইড এর জন্য, কিছু বেশি টাকা লাগতে পারে।

তো দেরি না করে ডোমেইন কিনতে ভিজিট করুনঃ
alpha.net.bd
তো আজকে এই পর্যন্ত। 
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। – ধন্যবাদ

One thought on "ডোমেইন কেনার জন্য বাংলাদেশ এর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান খুজছেন? তাহলে এই পোস্টি আপনার জন্য।"

Leave a Reply