আসসালামু আলাইকুম
এর আগে দেখিয়েছিলাম
কিভাবে আপনার সাইটের জন্য ফ্রি ডমেইন নিবেন
আজকে বলবো আপনার ওয়েবসাইটের জন্য ফ্রিতে আনলিমিটেড হোস্টিং নেওয়ার সবচাইতে উপযোগী সাইট কোনটি?
হুম আজকে এরকম একটি সাইটের নাম বলবো যেই সাইটে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড হোস্টিং নিতে পারবেন।
যেখানে রয়েছে সকল ধরনের সুবিধা।
ফ্রি আনলিমিটেড সাভ ডোমেইন।
ইজি কন্ট্রোল প্যানেল।
ইজি ওয়ার্ড প্রেস ইন্সটল।
ইত্যাদি আরো অনেক রকমের সুবিধা।
কি কি সুবিধা পাচ্ছেন নিচের স্ক্রিনশট দেখেই বুঝা যাবেন
প্রথমে এখানে
clickকরুন। নিচের স্ক্রিনশট এর মত প্রথমে আপনার জিমেইল তারপর আপনার পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি সর্বনিম্ন ৬ অক্ষরের হতে হবে। তারপর নিচের টিক ক্লিক করুন
google ক্যাপচ পূরণ করতে পারলে গুগল ক্যাপচা পূরণ করুন।
দেখুন জিমেইল ভেরিফাইয়ের কথা বলছে । অর্থাৎ তারা আপনাকে একটি gmail ভেরিফাই লিংক দিয়েছে আপনার জিমেইলে।
দেখুন জিমেইলে একটি ভেরিফাই লিংক এসেছে ভেরিফাই লিংকে ক্লিক করুন ।
রেজিস্টার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন পোস্টিং নেওয়ার পালা।
ভেরিফাই লিংকে ক্লিক করার পর নিচের স্ক্রিনশট এর মত দেখবেন। Create new এ ক্লিক করুন।
প্রথমে একটি নাম দিন । মনে রাখবেন এখানে যেই নামটি দিবেন সেই নামেই আপনাকে এই সাইটের ডোমেইন রেজিস্টার করতে হবে। আর আপনি যদি আগে ডমেন রেজিস্টার করে রাখেন তাহলে ডোমাইনের নামে এখানে নাম দিন।
তারপর নিচের স্ক্রিনশটের মত সিলেক্ট করুন
এবং free domain সিলেক্ট এবং টিক চিহ্নে ক্লিক করুন।
ব্যাস হোস্টিং রেজিস্টার্ড হয়ে গেছে।
নিচের স্ক্রিনশট দেখুন।
আজ এই পর্যন্তই পরবর্তী পোস্টে আশা করি আরো প্রয়োজনে একটি টিপস নিয়ে আসব।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
tobe free hoyay amar mone hoy service quality ektu low hobeee
http://calculatorfahad.liveblog365.com/
Liked It?
But problem hocche, ami age use korechilam kichudin to website er traffic bere gele aste aste slow hoye jay! ?
fahadibnatuhin.000webhostapp.com