আসসালামু আলাইকুম??
প্রিয় ট্রিকবিডি বাসি আশা করি সবাই ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আপনাদের দেয়াও আমি ও ভালো আছি। প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের ভালো কিছু উপহার দিতে হয়ত ব্যর্থ হই। তবে ইনশআল্লাহ একদিন সফল হব।
যা হোক অনেক দিন পড় ভাবলাম একটা পোষ্ট করি! আশা করি ঠিকঠাক মত বুঝিয়ে লিখতে পারব। ওহ সরি লিখি না ভয়েস টাইপিং করি। কারন লিখতে তো একদিন লেগে যায়।
যাই হোক, এখন কোন বিষয়ে বলব তা ইতিমধ্যে পোষ্ট এর থাম্বনাইল অথবা টাইটের দেখেই বুঝেগেছেন।
«পোষ্ট ভালো না লাগলে চলো যেতে পারেন অথবা রিপোট মারতে পারেন তবুও খারাপ মন্তব্য করবেন না। ভুল হলে ধরিয়ে দেয়ার চেষ্টা করবেন»
…. আমাদের প্রায় সবারই একটি না একটি ওয়েবসাইট থাকবেন। যেহেতু আমরা ট্রিকবিডি এর মত ভালো সাইট পেয়েছি।
তো আমাদের সাইটে কন্টেন্ট লিখে থাকি অথবা অন্যদের দ্বারা লেখাই। আমাদের এই কন্টেন্ট গুলা কতটা ইউনিক তা যাচাই করার প্রয়োজন পরে। এটা অনেকে আমার থেকে জানে কারন ট্রিকবিডিতে আমি ২০২২ সালে এসেছি এর আগে ওয়েবসাইট কি সেটাও জানতাম না। তবে এই ক দিনে আলহামদুল্লাহ অনেক কিছু জেনেছি সেটা আপনাদের কাছে সামান্য কিছু।
কনটেন্ট কেন চেক করবেন?
যারা চান যে আপনি আপনার সাইটে গুগল এডসেন্স পেতে। তাহলে তো আপনার জন্য এটা একেবারেই বাধ্যতামূলক যে আপনার সাইটে সম্পূর্ণ ইউনিক কনটেন্ট হতে হবে।
এখন আমি একটি সাইটের নাম বলব যে সাইট দ্বারা আপনার সাইটের কন্টেন্ট চেক করতে পারবেন এবং পোস্ট এর ওয়ার্ড কাউন্ট করতে পারবেন খুব ইজিলি ভাবে।
সাইটটির নাম হল dupli checker ।
নিচে বিস্তারিত দেওয়া হলো কিভাবে আপনার সাইটের কনটেন্ট কপি কিনা তা চেক করবেন।
⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩
প্রথমে আপনার সাইটের যে কনটেন্ট চেক করবেন তা কপি করবেন।
তারপর এখানে ক্লিক করে এই DupliChacker.com সাইটে ঢুকুন
সম্পূর্ণ লোড হওয়ার জন্য অপেক্ষা করুন।
নিচের স্ক্রিনশটের মত দেখতে পাবেন। Accept এ ক্লিক করে তাদের প্রাইভেসি পলিসি তে সম্মত হতে পারেন।
এটা আপনার ইচ্ছা না হলেও সমস্যা নেই।
এবার এস্ক্রল করে নিচে যান। নিচের স্ক্রিনশটের মত বক্সে আপনার কপি করা কনটেন্টটি পেস্ট করুন। পেস্ট করা হলে নিচের স্ক্রিনশটের মত দেখবেন গুগল ক্যাপচা পূরণ করুন আর যদি গুগল ক্যাপশন না দেখেন তাহলে আবার রিলোড করুন। আর যারা দেখতে পাচ্ছেন তারা নিজের স্ক্রিনশটের মত স্থানে ক্লিক করে ক্যাপচা পূরণ করুন দেখুন ক্যাপচা পূরণ করা হয়েছে।
ক্যাপচা পূরণ করা হলে কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন নিজের স্ক্রিনশট এর মত দেখবেন। ১০০% হওয়ার জন্য অপেক্ষা করুন।
১০০% হলে একটু নিচে যান দেখেন আপনার কনটেন্টের ওয়ার্ড কাউন্ট করা হয়েছে নিচের স্ক্রিনশটের মত কনটেন্ট টি কত ওয়াটের তা দেখাবে আরো একটি নিচে গেলে দেখতে পাবেন আপনার পোষ্টের ফলাফল। আপনার সাইটের কনটেন্ট কতটা ইউনিক এবং কতটা আন ইউনিক।
আশাকরি বুঝতে পারছেন।
এবার আসেন আপনার সাইটের কনটেন্ট যদি ১০০ পার্সেন্ট ইউনিক না হয় অর্থাৎ পোস্ট এর কিছু অংশ অন্য সাইটের সাথে মিল আছে সেটা কিভাবে বুঝবেন।
১০০ পারসেন্ট ইউনিক না হলে স্ক্রল করে নিচে যান।
এবং নিচের স্ক্রিনশট এর মত দেখবেন যেখানে দেওয়া থাকবে আপনার সাইটের পোস্ট অন্য সাইটের কিছু অংশের সাথে মিল আছে তা লাল বর্ণ ধারণ করবে।
এবং নিচে সেই সাইটটি এবং সেই পোস্টটি উল্লেখ্য করা থাকবে।
এর ফলে আপনি সহজেই বুঝে যেতে পারবেন কতটুকুর জন্য আপনার পোস্ট 100 পার্সেন্ট ইউনিক হয়নি।
আজ এই পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে।
নতুন একটি সাইট তৈরি করেছি।
স্বপ্ন এডসেন্স এপ্রোভাল পাবো।
আশা করি সবাই ভিজিট করবেন।
BanglaTricks2
অভিজ্ঞ ভাইরা
এডসেন্স পাওয়ার জন্য আমার সাইটে যদি কিছু করতে হয় তাহলে প্লিজ বলবেন।
ব্লগার সাইট তো অটোমেটিক গুগলের সাবমিট হয়ে যায়। আমার সাইট ও হয়েছিল। প্রথমে গুগলে সার্চ করলে আমার সাই ট আসতো কিন্তু এখন আসে না কেন?
19 thoughts on "আপনার ওয়েবসাইটের কনটেন্ট কতটা ইউনিক তার চেক করবেন কিভাবে?"