আজকের পোস্টে দেখাবো pCloud থেকে কিভাবে ৫০০ জিবি ক্লাউড স্টোরেজ ৩ মাসের জন্য ফ্রীতে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক।
pCloud কি?
pCloud হলো একটি অনলাইন ক্লাউড স্টোরেজ। গুগল ড্রাইভ, অন্ড্রাইভ, টেরাবক্স, এর মত অনলাইন ভিত্তিক স্টোরেজ। এখানে ফাইল আপলোড করে রাখতে পারবেন।
প্রথমেই এই ওয়েবসাইট থেকে একটা একাউন্ট খুলে নিবেন।
একাউন্টটি খুলার জন্য স্ক্রীনশট অনুসরণ করুন।
এরপর যেকোনো ভিপিএন থেকে ইন্ডিয়া আইপি কানেক্ট করে এই লিংক ওপেন করুন।
এখন নিচে দেওয়া প্রমো কোডটি বসিয়ে ক্লেইম করুন।
Promo Code: 3MONTHS500GB
দেখতে পারছেন ৫০০ জিবি ক্লাউড স্টোরেজ ফ্রীতে পেয়ে গেলাম।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। এখানে প্রায় প্রতিনিয়ত ইউটিউব প্রিমিয়াম সহ অন্যান্য সকল পেইড অ্যাকাউন্টস এবং বিভিন্ন ট্রিকস শেয়ার করা হয়।