Site icon Trickbd.com

Ai এর মাধ্যমে drawing করা শিখুন একটি ওয়েবসাইটের মাধ্যমে।

Unnamed

আসসালামু আলাইকুম,
বিভিন্ন দৃশ্যের ছবি আঁকা আমাদের অনেকের পছন্দে কাজগুলোর মধ্যে একটি। এক সময় আমারও অনেক পছন্দের কাজ ছিল। ক্লাসের ফাঁকা সময় পেলেই আকা আঁকিতে লেগে পারতাম । তখন হয়ত বেশি একে ফেলেছিলাম। তাই হয়তো এখন আর আকতে ভালো লাগে না। তবে আঁকা/ডিজাইন অনেক ভালো কাজ। এটা অনেক মজার কাজ ও। বিভিন্ন পরিবেশের ছবি এঁকে ফ্রেম বন্দী করে রাখা মজার কাজ। তাই বলে এগুলো শুধু বিনোদনমূলক কাজ নয়। এই কাজগুলো করে ক্যারিয়ার ও তৈরি করা যায়। আবার বিখ্যাত হওয়া যায়। আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদীন। চিত্রশিল্পী রা সুখ পেয়েছেন সেটা জানিনা। কিন্তু তাহার এই প্রতিভার জন্য তুমি স্মরণ হয়ে আছেন। শুধু মনে মনে নয় টাকার মধ্যেও 😊। আমরা হয়তো ৫০ টাকার নোট টি দেখেছি। সেটার এক পিটে দেখা যায় অতীতে আমাদের দেশের কৃষকদের গরু দিয়ে চাষ করার পদ্ধতি। আর এই চিত্রটি থেকে বিখ্যাত জয়নুল আবেদন। তাই তিনি আমাদের মাঝে এমন ভাবে সেট হয়ে আছেন যে তাকে ভুলবার কোন উপায় নেই। আসুন জেনে নেই,

কোন কিছু আঁকার মাধ্যমে ক্যারিয়ার গড়া সম্ভব কিভাবে?

  • বিক্রি করে: বিভিন্ন ধরনের দৃশ্য ফ্রেম একে সেগুলোকে বিক্রি করতে পারেন। বিক্রি করার মাধ্যমে হিসেবে দোকান, ভ্রাম্যমান দোকান, ট্রাভেল করার মত স্থান কক্সবাজার কুয়াকাটার
    মত স্থানে বিক্রি হবে ভালো। এমন কি অনলাইন ও বিক্রি করতে পারেন।
  • ওয়েবসাইটে বিক্রি: ইন্টারনেটের ডিজাইন বিক্রি করার মত অনেক ওয়েবসাইট রয়েছে। এরকম কোন দৃশ্য তৈরি করা সকল ওয়েব সাইটগুলোতে বিক্রি করতে পারবেন। তাহলে বিদেশে ডলার ইনকামের ও সুযোগ হবে।
  • ইউটিউব চ্যানেলের মাধ্যমে: নতুন নতুন দৃশ্য তৈরি টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করে। এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে ও ইনকাম করতে পারবেন। এখনকার জন্য এটা হবে সবচেয়ে ভালো পদ্ধতি।
  • এই উপায় গুলা ছাড়াও অসংখ্য উপায় রয়েছে বিভিন্ন দৃশ্য তৈরি করে ইনকামের। এর মাধ্যমে ইনকাম করা যায় মূলত এই কারণে পোস্ট করা হয়নি। পোস্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে দৃশ্য অঙ্কন করা শেখা। একটি ওয়েবসাইটের মাধ্যমে দৃশ্য অংকন করার সবচেয়ে সহজ পদ্ধতি তুলে ধরব। ওয়েবসাইটে আমাদের যে ধরনের ডিজাইন গুলা দিবে সে ধরনের ডিজাইন খুবই সিম্পল যা আমরা দুই থেকে তিনবার চেষ্টা করলেই পারব। তাহলে চলুন শুরু করা যাক।

    কিভাবে একটি দৃশ্য অঙ্কন করব?

    কেউ যখন দৃশ্য অঙ্কন করে সে অবশ্যই একটি ঘর আঁকার মাধ্যমে শুরু করে। আমিও একটু রাখার মাধ্যমে শুরু করব। একটি বাড়ির পরিবেশ নিয়ে ছোট্ট একটি দৃশ্য আঁকবো।
    প্রথমে ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করুন।
    https://autodraw.com/

    Start Drawing লেখায় ক্লিক করুন। অথবা আগে থেকে কিভাবে করতে হয় এটা সম্পর্কে জানতে Fast How-To অপশন থেকে দেখে আসতে পারেন।

    ব্রাউজার এর বাম কোনে circle icon আছে। এখান থেকে আপনার বিভিন্ন রকমের টুল ব্যবহার করতে হবে। তাই আসুন কোন টুলের কি কাজ দেখে নেই।

    ১.Select: অঙ্কনকৃত ডিজাইন গুলোকে সিলেক্ট ও মূভ করতে এটার ব্যবহার।
    ২.Draw: এটা শুধুই আঁকার জন্য ব্যবহার করা হয়। আপনাকে কোন কিছু একে দিবে না। যেটা Autodraw করে থাকে।
    ৩.Type বিভিন্ন রকমের টেক্সট লেখার জন্য এটার ব্যবহার। যখন আমরা কোন চিত্র অংকন করে থাকি। চিত্রের সর্বশেষে শিল্পীর নাম লিখে দেই।
    ৪.Fill: সুন্দর ভাবে রং অসুন্দর ডিজাইন ও সুন্দর দেখায়। তাই চিত্রাঙ্গনে রঙিন করার বিকল্প। আপনার চিত্রটি রঙিন করতে এই টুল ব্যবহার করতে হবে।
    ৫.Shap: বিভিন্ন ধরনের শেফ নিতে ও তার ব্যবহার। এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত চতুর্ভুজ ,ত্রিভুজ ও বৃত্ত শেফ আছে।
    ৬.AutoDraw: এই ওয়েবসাইট সবচেয়ে জনপ্রিয় থাকার কারণ এই টুলটি। আপনি কি আঁকতে চেষ্টা করছেন সেটা সে বুঝে যাবে এবং তার একটি সিম্পল ডিজাইন আপনার কাছে উপস্থাপন করবে। সেটা হলো এই ওয়েবসাইটের AI সিস্টেম।

    স্কিনের দান কোনে একটি বৃত্ত টুল কালার সিলেক্ট করার জন্য রয়েছে। এর থেকে আপনার পছন্দের কালার সিলেক্ট করতে পারবেন।

    স্ক্রিনশট লক্ষ্য করুন , আমি একটা ঘর আঁকার চেষ্টা করেছি Ai আপনাকে অনেকগুলো ঘরের ডিজাইন তৈরি করে দিয়েছে। সেখান থেকে আমি আমার পছন্দের ঘরটি সিলেক্ট করে নিলাম। আর হ্যাঁ, অটো আঁকার জন্য অবশ্যই Autodraw সিলেক্ট করতে হবে।

    ঘরটি আনার পর একটা গাছ আকার চেষ্টা করলাম। সে আমাকে অনেকগুলো গাছ দিল । বললো যে দেখো তুমি তোমার পছন্দেরটা নিয়ে নাও। আমি একটা গাছ নিয়ে নিলাম। এটা আমার ঘরের পাশে লাগাবো । তখন আর ঘরে রোদ পর্বে না।
    (গাছ লাগান পরিবেশ বাঁচান)

    এরপর ঘাস আঁকার চেষ্টা , তখন ব্যর্থ হয়ে তার থেকে ঘাস নিলাম।


    এরপর ধারাবাহিকভাবে ঘরের উপর পাখি আনলাম। এবং ঘরের আঙ্গিনায় ফুলের টব আনলাম।

    একই উপায়ে বাড়ির পেছনের সূর্য আনলাম ও বাড়ির রাস্তা তৈরি করলাম।
    এগুলা শেষ করে, ডানকোন থেকে বিভিন্ন কালার ব্যবহার করে আর বাম কোন থেকে Fill টুলের সাহায্যে সুন্দর ভাবে রং করে ফেললাম।

    ডিজাইন তৈরি করা শেষ হলে উপরে থাকা 3 dot মেনু থেকে ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। এবং সেখান থেকে ডাউনলোড করে নিবেন।