Site icon Trickbd.com

Prepaidcardlab Biggest Scam Virtual MasterCard ওয়েব সাইট!

Update: Prepaidcardlab স্ক্যামার সাইটটি এখন swiftcardlink[dot]com নামের ডোমেইন এ পরিচালিত হচ্ছে! 

আসসালামু আলাইকুম , কি অবস্থা আপনাদের সবার ?

আজকের পোস্ট এর মধ্যে দিয়ে আমি আপনাদের সচেতন করতে চাই ।

আজকে আমি সকালবেলা ইউটিউবের মধ্যে ভার্চুয়াল মাস্টার কার্ড লিখে সার্চ করি।

তো আমার কাছে বেশ কিছু রেজাল্ট চলে আসে,

এরপরে সার্চ রেজাল্টের দ্বিতীয় নাম্বারে যে ভিডিওটি আসে, তা আমি মার্ক করে দিয়েছি।

এই চ্যানেলটির নাম True Website Review যেটা একটি বিগেস্ট চোর। 

এরাই মূলত https://prepaidcardlab.com (Scam Site) এই সাইটটি পরিচালনা করে থাকে।

তো এদের মূল টার্গেট হচ্ছে মানুষকে লোভ দেখিয়ে তাদের সার্ভিসে নিয়ে আসা। প্রথমে এরা করে কি আপনাকে বলবে মাত্র ১০২ টাকা রেটে আপনি ডলার কিনতে পারবেন।

এরা বেশ কিছু ফেক কার্ড নিজেদের সাইটের মধ্যে রাখবে।

সর্বনিম্ন আপনি 50$ এর কার্ড নিতে পারবেন।

ভুলেও নিতে যাইয়েন না  কারণ এরা কিন্তু আপনার সাথে Scam করবে। এভাবে করে এরা অনেকের টাকা মেরে খায়।

আমার যেহেতু ভার্চুয়াল কার্ড দরকার ছিল তাই আমি সার্চ করে এই ভিডিওটা দেখেছিলাম।

তো আমি সব সময় চেষ্টা করি কোন কিছু দেখার পরে সেটা নিয়ে রিসার্চ করার।

এবং যদি সেটা ট্রাস্টেড  মনে হয় তার পরে আমি সেদিকে যাওয়ার চেষ্টা করি।

ঠিক তেমনি এই ভিডিওটি দেখার পরে আমি সবার প্রথমে এই ওয়েবসাইট নিয়ে রিসার্চ করা শুরু করি।

আশা করি আজকের পোস্টে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যে কিভাবে একটি স্ক্যাম সাইট চিনতে হয়। কারা আপনার সাথে Scam করতে পারে সেটাও জানতে পারবেন।

তো এবার যে ইউটিউব চ্যানেলের কথা আমরা বলেছিলাম, তাদের ভিডিও গুলো একটু দেখে নেয়া যাক। যদিও তাদের চ্যানেলের নাম True Website Review

কিন্তু আসলে কি তারা True Website Review করে থাকে?

জ্বি না তারা এই Scam এর সাথেই জড়িত।

এর প্রমাণ আপনি তাদের ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবেন।

এখানে তাদের প্রত্যেকটা ভিডিও সে একটি টপিকের উপরেই বানানো।

সাথে তাদের ১০২ টাকা রেটের লোভ তো আছেই।

Scammer রা সব সময় আপনাকে লোভ দেখিয়েই Scam করবে এটা মনে রাখবেন।

আর Scam এর শিকার হয় তারাই যারা কিনা এই লোভের ফাঁদে পা দেয়।

সব সময় কোন কিছু কেনার সময় রিয়াল মার্কেট যাচাই করবেন। যদি দেখেন কেউ আপনাকে রিয়াল মার্কেটের চেয়ে কম এ কিছু দিচ্ছে তার মানে এখানে গরবর আছে।

১০২ টাকা , ১০৮ টাকা এমন রেটে অনেক Ads আপনি Facebook এও দেখতে পারবেন।

তাই বলে কি তাদের কাছ থেকে লোভে পড়ে কিনে নিবেন?

কখনোই এই ভুল করতে যাইয়েন না।

তারা যে Scammer সেটা বুঝতে আহামরি কোন ব্রেনের দরকার নেই।

আমি তাদের ওয়েবসাইট দেখেই এটা আন্দাজ করে ফেলেছিলাম।

একটা ভার্চুয়াল মাস্টার কার্ড সেলিং ওয়েবসাইটের ইন্টারফেস এতটা বাজে, আগে কখনো দেখেনি।

এই জঘন্য ওয়েবসাইট দেখেই তো বুঝা যায় যে তারা একটা বিশাল মাপের Scammer।

Scamming করার ধান্দায় তারা তাদের লোগোটাও ঠিকমতো এডিট করে নাই।

যেখানে আউটসাইডে ব্যাকগ্রাউন্ডে সাদা কালার থাইকা গেছে।

একটা প্রিমিয়াম  ওয়েবসাইটের লোগো কখনো এত জঘন্য হতে পারে না। আর এই ছবিটাও দেখেন এটারও এই একই অবস্থা।

চুরি করার জন্য কোন মতে একটা ওয়েবসাইট বানিয়ে পাবলিশ করে দিছে। আর youtube এ ভিডিও বানিয়ে সেটারে প্রমোট কইরা মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা লুট করতাছে।

এবার আসি ওয়েবসাইট সম্পর্কে কিছু ডাটা কালেক্ট করতে,  আপনি যদি তাদের ওয়েবসাইটের About Us সেকশনের মধ্যে যান।

সেখানে আপনি দেখতে পারবেন 15 Years Of Your Trust!!

বাহ!! 15 বছর? তারা সেখানে লিখে রাখছে তারা নাকি ১৫ বছর ধরে এ সার্ভিস প্রোভাইড করতেছে। Scammer সাইটগুলো মূলত এই ধরনের ভুল গুলোই করে থাকে। তারা মিথ্যে যেকোন কিছু লিখে দেয়। তারা যেহেতু 15 বছর ধরে সার্ভিস প্রোভাইড করতেছে, তাহলে চলুন জেনে নেয়া যাক তাদের এই ওয়েবসাইটটা কয় বছর আগে রেজিস্ট্রেশন করা হয়েছে এটা কি আসলে ১৫ বছর আগের রেজিস্ট্রেশন করা ওয়েবসাইট?

নিচের এই সাইটে গেলে আপনি যেকোন ওয়েবসাইটের  নাম দিয়ে সার্চ করলেই সে ওয়েবসাইটের বয়স, ওয়েবসাইটটি কত সালে প্রথম রেজিস্ট্রেশন করা হয়েছিল, এবং কবে এটা এক্সপায়ার হবে, এবং লাস্ট কবে এটা  রিনিউ করা হয়েছিল সবকিছুই দেখতে পারবেন।

https://www.duplichecker.com/domain-age-checker.php

আমি যেভাবে সাইটের নাম লিখে দিয়েছি ঠিক সেভাবে আপনিও যে কোন ওয়েবসাইটের নাম লিখতে পারেন। এবারে Check Domain Age এর মধ্যে ক্লিক করুন।

ওকে চোরের ওয়েবসাইটের সকল ডাটা আমরা পেয়ে গেছি। এটার রেজিস্ট্রেশন বয়স হচ্ছে মাত্র তিন বছর। অথচ তারা ওয়েবসাইটের মধ্যে লিখে রাখছে তারা ১৫ বছর যাবত সার্ভিস দিয়ে আসতেছে।

ওকে এবারে আরও একটি মজার ব্যাপার হচ্ছে, যে কোন ওয়েবসাইটের রিভিউ জানা। অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যারা বিভিন্ন ওয়েবসাইটকে রিভিউ করে থাকে।

তার মধ্যে https://trustpilot.com/ অনেক পপুলার একটি সাইট।

এখানে গিয়ে আপনি বিভিন্ন প্রতিষ্ঠান অথবা ওয়েবসাইটের রিভিউ দেখতে পারবেন। trustpilot.com বাদেও অনেক ওয়েবসাইট রয়েছে যারা কিনা বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে রিভিউ দিয়ে থাকে।

তো এর জন্য আমি মনে করি আপনি যে ওয়েবসাইট সম্পর্কে জানতে চান সে ওয়েবসাইটের নাম এবং সাথে Scam লিখে যদি সার্চ করেন তাহলে গুগলে থাকা রেজাল্টগুলো চলে আসবে।

কিছুটা এভাবে।

এবার দেখুন সবার প্রথমে যে রেজাল্ট আসছে সেটা ট্রাস্ট পাইলট থেকে এসেছে।

এবার সেই রিভিউ এর মধ্যে ক্লিক করে আপনি সকল রিভিউগুলো পড়তে পারবেন।

নিচে কিছু ভাইদের Scam এর শিকার হওয়া স্ক্রিনশট দিলাম। যাদের থেকে হাজার হাজার টাকা লুট করে নিয়েছে এই ওয়েবসাইটটি।

 

এখানে এই রিভিউটা যেটা দেখতে পাচ্ছেন, এটা সেই Scammer গ্রুপদের এই কেউ রিভিউ করেছে।

আপনি নিজে এই লিংকে গিয়ে সকল রিভিউগুলো পড়তে পারেনঃ https://www.trustpilot.com/review/prepaidcardlab.com

এবার আসি তাদের স্ক্যামিং স্ট্র্যাটেজি সম্পর্কে। যেটা একজন রিভিউয়ার পুরোটাই রিভিল করে দিয়েছে।

তারা যে শুধু স্ক্যামই করে এমনটা না, তারা মানুষকে হুমকিও দেয় এবং টাকা লুটপাট করে পাশাপাশি ব্ল্যাকমেইল করে।

এই ভাইয়ের রিভিউতে এ পুরো প্রসেসটা লেখা আছে।

আমি এখানে কপি করে আপনাদেরকে দিচ্ছি।

Scenarios: You are in a hurry to make online payments. You search on Google and visit prepaidcardlad’s website. The offers are attractive i.e. you are trapped.

Trap-1:
You will pay but they will provide 150 Taka less.

Trap-2:
The customer agent on instant chat will be very friendly. He will confirm your payment at instant.

Trap-3:
You will pay again. This time customer agent will call and take a long time. They may ask you to check your email. But you won’t get a single email.

Trap-4:
Suddenly a window will start asking for 2FA i.e. 2 Factor of Authentification code. You may press the resend button repeatedly. But you will never get any.

Trap-5:
The customer agent will reply after a long time. This time they will ask to install an Android App to solve the issue. Being helpless you will do it. The app is exactly malware that will take full control after installation and providing Accessibility Permissions.

Trap-6:
Now you are a complete dish. In the future, they will start threatening you with your sensitive personal information and data!

 

আশা করি আপনারা বুঝতে পারছেন যে তারা শুধু আপনাকে স্ক্যাম করতেছে না, বরং আপনার সর্বশেষ করে দেওয়ার জন্য সকল পথ অবলম্বন করতেছে।

তো আজকের এই পোস্টটা শুধু আমি এজন্যই করেছি যাতে করে সাধারণ কিছু মানুষ এ সকল ট্রাপ  থেকে বেঁচে থাকতে পারে। আমার করা এই একটি পোস্ট যদি আপনার কাজে দেয় বা একজনেরও টাকা সেভ করে তাও অনেক।

ট্রিকবিডি অনেক বড় একটি প্লাটফর্ম। এখানে অনেক মানুষ রয়েছে, যারা হয়তো বা সচেতন হতে পারবে আজকের এই পোস্ট থেকে। শুধু সচেতনই না তারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে রিসার্চ করতে পারবে।

আমি এই ওয়েবসাইটের সম্পর্কে আরো একটি রিসার্চ করেছিলাম, যে এই ওয়েবসাইটটি কারা নিয়ন্ত্রণ করতেছে।

ডোমেইন টি কাদের নামে রেজিস্ট্রেশন করা আছে।

আমি শুধু এতোটুকুই তথ্য পেয়েছি যে ডোমেনটি Hostinger কোম্পানির মধ্যে রেজিস্ট্রেশন করা রয়েছে।

আর তাদের নামের জায়গায় তারা ফেক নাম ব্যবহার করেছে ।

তারা এসব কিছু ফেক ব্যবহার করেছে যাতে তাদেরকে ট্রাক না করা যেতে পারে।

কিন্তু তারপরেও চোরেরা অনেক কিছুই ভুল করেছে যেগুলো দিয়ে তাদেরকে আইনের আওতায় আনা পসিবল। যদি এই পোস্টটি এমন কেউ দেখে থাকেন তাদের কাছে ক্ষমতা রয়েছে তারা এর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন। তাহলে হয়তোবা অনেক মানুষেরই উপকার হয়ে যাবে।

যাদের অলরেডি ক্ষতি হয়ে গেছে তারাও হয়তোবা কিছুটা শান্তি পাবে।

কিন্তু আমি চাই ভবিষ্যতে যেন আর কারো এরকম ক্ষতি না হয়। আমি পার্সোনালি চেষ্টা করবো  Website টি পুরোপুরি ধ্বংস করে দিতে।

আশা করি আমি সফল হব, আর ট্রিক বিডিতে যদি এমন কেউ থাকেন যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনিও চেষ্টা করতে পারেন।

ধন্যবাদ আজকের পোস্ট এতটুকুই , দেখা হবে অন্য কোন পোস্টে।

 

আর যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলের জয়েন করেন নাই জয়েন করে নিয়েন।

আমার টেলিগ্রাম চ্যানেল।