আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভাল আছেন।

তো আজকের পোস্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি Scammer Site Prepaidcardlab ডিলিট করতে সক্ষম হয়েছে।

তো আপনাদের হয়তো অনেকের মনে আছে, যে আমি দুই দিন আগে একটি পোস্ট করেছিলাম Prepaidcardlab Scammer Site  নিয়েঃ Prepaidcardlab Biggest Scam Virtual MasterCard ওয়েব সাইট!

সেখানে আমি সেই Scammer সাইটের ব্যাপারে সব কিছুই বলেছিলাম।

এবং সেখানে আমি উল্লেখ করেছিলাম যে আমি চেষ্টা করব তাদের ওয়েবসাইটটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার।

এবং এতে আমার দুইদিন সময় লেগেছে তবে আমি এতে সফল হয়েছি, নিচের স্কিনশটটি তার প্রমান।

https://prepaidcardlab.com/  আপনি চাইলে নিজে লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন।

তাদের ওয়েবসাইটে আর আপনি অ্যাক্সেস করতে পারবেন না।

আশা করি এর ফলে অনেকেরই উপকার হবে।

তবে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এই কাজটা কিভাবে করেছি?

আমি কি এটা আপনাদেরকে শিখাবো!

অবশ্যই শিখাবো। (কারণ আমি বিশ্বাস করি যে জ্ঞান মানুষের উপকারেই আসে না তার কি বা লাভ!)

তো চলুন কিভাবে এই কাজটি করেছে আমি আপনাদের সাথে শেয়ার করে দেই।

এই কাজটি করতে তেমন কিছু দরকার নেই শুধু আপনার নৈতিক মনোভাব থাকলেই হবে।

আর আজকের পোস্টে আপনি শিখতে পারবেন, কিভাবে যে কোন স্ক্যামার ওয়েবসাইট ডিলিট করে দিতে হয় অনলাইন থেকে।

চলুন এগুলোকে আমরা ধাপে ধাপে শিখিঃ

নাম্বার একঃ সর্ব প্রথমে আমাদের স্ক্যামার ওয়েবসাইটের বিরুদ্ধে প্রমাণ ম্যানেজ করতে হবে ।  (সব ক্ষেত্রে নয়)

এর জন্য আপনি গুগল ব্যবহার করতে পারেন অথবা আপনার সাথে যদি এমন স্ক্যাম হয়ে থাকে, তাহলে তার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং সকল প্রমাণ গুলোকে কালেক্ট করতে হবে। মনে আছে ট্রাস্ট পাইলট ওয়েবসাইটের কথা সেখানে কিন্তু অনেকেই  prepaidcardlab.com এর বিরুদ্ধে রিভিউ দিয়েছিল সেগুলো কিন্তু প্রমান ছিল। পাশাপাশি আরও একটি ইউটিউব চ্যানেল ছিল যার টাকা তারা মেরে খেয়েছিল, prepaidcardlab.com যে একটি স্ক্যাম সাইট সেই ভিডিও বানানোর ফলে তারা তার চ্যানেলের মধ্যেও রিপোর্ট করেছিল, এবং তার চ্যানেল থেকে  সে ভিডিও গুলো কে রিমুভ করে দিয়েছিল।

তার চ্যানেলে এ ব্যাপার নিয়ে একটি ভিডিও আপলোড করেছে সেঃ  Video Link

নাম্বার দুইঃ সাইট যদি Phishing , Scammer , Abuse , Malicious টাইপের হয়ে থাকে। তাহলে আপনি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। 

তাছাড়া কিন্তু এমনি নরমাল সাইট, বা সাধারণ ওয়েবসাইটগুলো আপনি ডিলিট করতে পারবেন না। এই মেথড শুধুমাত্র চোরদেরকেই শিক্ষা দেওয়ার জন্য। তো আপনি যদি চুরি করার ক্ষেত্রে এটা ব্যবহার করতে চান তাহলে এটা কাজ করবে না।

শুরুতেই বলেছিলাম আপনার দরকার নৈতিক মূল্যবোধ।

ধরে নিলাম আপনি এবারে একটি চোরের ওয়েবসাইট পেয়েছেন, এবং চাচ্ছেন তার ওয়েবসাইটের বারোটা বাজিয়ে দিতে, সেটা তো আর আপনি করতে পারবেন না,  সেটা করবে আপনার জন্য অন্যান্য প্ল্যাটফর্ম।

যেমনঃ গুগল, মাইক্রোসফট , এন্টিভাইরাস সফটওয়্যার , হোস্টিং প্রোভাইডার এরা।  

এক্ষেত্রে আমার টার্গেট চোরের ওয়েবসাইট ছিল prepaidcardlab।

আমি সবার প্রথমে তাদের ওয়েবসাইটের Url টার বিরুদ্ধে এই সকলঃ  গুগল, মাইক্রোসফট , এন্টিভাইরাস সফটওয়্যার , হোস্টিং প্রোভাইডার প্লাটফর্মের মধ্যে রিপোর্ট করেছি। 

তাদের প্রত্যেকেরই নিজস্ব রিপোর্ট অপশন দেওয়া রয়েছে যেখানে আপনি চাইলে এমন চোরদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন এবং তাদের সাইট ধ্বংস করতে পারবেন।

Google SafeBrowsing
Microsoft
Fortiguard
BrightCloud
CRDF
Netcraft
Palo Alto Networks
ESET
Trend Micro
BitDefender
McAfee
Forcepoint
Symantec
• Spam404
Kaspersky
Cisco Talos

তো আমি উপরে বেশ কিছু ইউআরএল দিয়েছি আপনাদেরকে যেখানে আপনি সেই স্ক্যামার সাইটের ব্যাপারে রিপোর্ট করতে পারবেন।

এই ব্যাপারে একটি ভিডিও আছে Youtube এ দেখে আসতে পারেনঃ Video Link 

এই সাইটগুলোতে রিপোর্ট করে আপনি যে কোন ভাইরাস ইনস্টলার সাইট, ফিশিং সাইট, এসবের বিরুদ্ধে খুব দ্রুতই কাজ করতে পারবেন।

ফ্রড সাইটগুলো এখানে লিস্ট হয়ে যাবে যে তারা ফ্রড কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে।

এতে করে অনলাইন থেকে অনেকেই, সে সকল সাইটের ব্যাপারে জানতে পারবে। এবং নিজেরাও সচেতন থাকতে পারবে।

তাছাড়া সবচেয়ে ইফেকটিভ হচ্ছে সেই ডোমেইন এবং হোস্টিং প্রোভাইডার এর সাথে যোগাযোগ করা। যাদের সার্ভিস ব্যবহার করে তারা এমন ইল্লিগাল কাজ করতেছে।

আমি আপনাদের আগের পোস্টের মধ্যে দেখিয়াছিলাম কিভাবে যেকোনো ডোমেইনের ডিটেলস বের করতে হয়।

তাই আগের পোস্টটি  অবশ্যই দেখে আসবেন। সেখানে আমরা দেখেছিলাম যে, চোরের সাইটটি Hostinger এর মধ্যে রেজিস্ট্রেশন করা রয়েছে।

একটি কথা মনে রাখবেন ডোমেইন- হোস্টিং প্রোভাইডাররা কখনোই তাদের সার্ভিস ইলিগ্যাল কাজে ব্যবহার করতে দিবে না।

তো আমি তাদেরকে মেইল করি।

মেইল করে তাদের সবকিছু খুলে বলি এবং তারা আমাকে রিপ্লে করে এবং আমার কাছে প্রমাণ চায়।

তারপরে আমি তাদেরকে আমার প্রমাণ গুলো দেখিয়ে দেই যার ফলে তারা মাত্র ১২ ঘণ্টার মধ্যে তাদের ওয়েবসাইটটির ডিলিট করে দেয়।

 

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কিভাবে মেইল প্রোভাইডারের ইমেইল পেয়েছি এবং তাদেরকে কিভাবে মেইল করেছি?

আপনি যদি https://www.whois.com/whois এই ওয়েবসাইটের মধ্যে এসে যেকোনো ডোমেনের নাম লিখে সার্চ করেন।

তাহলে আপনি তার অনেক ডিটেলস পেয়ে যাবেন।

হতে পারে ক্লায়েন্টের নাম প্রাইভেসি দিয়ে বন্ধ করা থাকতে পারে। তবে আপনি রেজিস্টারের ডিটেলস পেয়ে যাবেন। যেমনটা এখানে আমি পেয়ে গেছি নিচে দেখুন স্ক্রিনশট দিয়ে দিলাম।

তো এভাবেই মূলত আপনি তাদেরকে মেইল করতে পারেন অথবা তাদের নাম্বারও দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিচেই।

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি তাদেরকে কি লিখেছিলাম এবং কিভাবে মেইল করেছিলাম।

দেখুন আমি এখানে শুধু তাই লিখেছিলাম যা আমার মনে এসেছিল। এক্ষেত্রে আমি ChatGPT ব্যবহার করেছিলাম কনসেপ্টটা বানিয়ে নেওয়ার জন্য। তবে আমি আমার মনের কথাগুলো ChatGPT কে  আগে বলেছিলাম, যে তারা কিভাবে Scam করতেছে।

তো সেই প্রেক্ষিতেই ChatGPT আমাকে একটি ইমেইল তৈরি করে দিয়েছিল। এবং আমি তাই ব্যবহার করেছিলাম।

এর পরে তারা আমার কাছে রিপ্লেতে প্রমাণ চেয়েছিল, এবং আমি সকল প্রমাণগুলোকে ম্যানেজ করি, তারপরে ChatGPT  ব্যবহার করে আবার একটি রিপ্লে তৈরি করি এবং সেটাকে পাঠিয়ে দেই।

আর প্রমাণ আপনাদের সামনেই।

ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষন মনোযোগ দিয়ে এই পোস্টটি পড়ার জন্য।

আশা করি আমি অনেকেরই সাহায্য করতে পেরেছি এর মাধ্যমে। এবং আজকে আমি সত্যিই অনেক খুশি যে আমি এমন একটি কাজ করতে পেরেছি তাই আজকের পোস্টটি আমি শেয়ার করেছি আপনাদের সাথে। যাতে করে ফিউচারে এমন আরো চোরদেরকে আমরা সবাই মিলে রুখে দিতে পারি।

 

আর এবারে কিন্তু টার্গেট চোরের ইউটিউব চ্যানেল………………………………………

 

অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবেন না।

আমি আমার চ্যানেলে ফ্রিতে অনেক প্রিমিয়াম রিসোর্স দিয়ে থাকি।

আমার টেলিগ্রাম চ্যানেল

6 thoughts on "দেখুন কিভাবে Prepaidcardlab Scammer Site ডিলিট করে দিলাম।"

  1. Tanvirkkh Contributor says:
    onek valo kaj korchen vai. ja keo kore dekhai nai. thanks
  2. Saimum Raihan Author says:
    অনেক ভালো কাজ করেছেন 🖤
  3. coppaxamsu Contributor says:
    Aro fake site delet koren
    1. HridoySheikh7 Author Post Creator says:
      vai ami apnader sathe share kore disi kivabe dlt korte hoy amake kora lagbe kno chaile apnarao korte paren
    2. coppaxamsu Contributor says:
      Hoy na

Leave a Reply