Site icon Trickbd.com

ফ্রীতে নিন Learning With LinkedIn Premium For Lifetime এবং কিভাবে Telegram BOT এর মাধ্যমে ম্যালওয়ার, ভাইরাস চেক করবেন

Unnamed

আস্সালামুআলাইকুম। ?

আমি নাহিদুল ইসলাম সাগর। আশা করি সবাই ভালো আছেন। ?

যদিও সময়টা ভালো যাচ্ছে না, তবুও আল্লাহ তায়ালার কাছে এটাই চাওয়া সবাই যেন সুস্থ এবং নিরাপদে থাকে এই করোনা মহামারী থেকে।

.

তো বেশি কথা না বলে মূল পোস্টে আসা যাক। ?

আজ আমি ১ পোস্টে দুটো জিনিস শেয়ার করতে যাচ্ছি : 🙂

১.

( How to get Learning with LinkedIn Premium for Lifetime FREE ) কিভাবে Learning with LinkedIn প্রিমিয়াম একাউন্ট সারাজীবনের জন্য একদম বিনামূল্যে নিবেন। ?

২.

কিভাবে টেলিগ্রাম বট এর মাধ্যমে চেক করবেন আপনার ডাউনলোডকৃত File/Apk/exe তে ভাইরাস/ম্যালওয়ার আছে কিনা।
.
তো চলুন শুরু করা যাক। 🙂
যদিও দু:খের বিষয় এটাই, একবার একাউন্ট পেয়ে গেলে অনেকেই কমেন্ট করে আর জানায় না। এতো কস্ট করে টাইপ করে লিখে রেসপন্স না পেলে সত্যিই খারাপ লাগে আমার। ?
.
.
.

যাই হোক, চলুন শুরু করা যাক।

★ প্রথমে এই লিংকে যান : LINK

তারপর আমার দেয়া কার্ড নম্বর ও পিন দিয়ে লগইন করুন : id: 21901805167321 & pin: 280591

দেখুন আমরা পেয়ে গেছি প্রিমিয়াম Learning with LinkedIn একাউন্ট। এবার আপনি ইচ্ছামতো বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারবেন।

যার মধ্যে Microsoft Exel – Powerpoint – Word, CSS, Html, Java JavaScript, Digital Marketing ইত্যাদি উল্লেখযোগ্য।।

★ এবার আসা যাক কিভাবে টেলিগ্রাম বট এর মাধ্যমে চেক করবেন আপনার ডাউনলোডকৃত File/Apk/exe তে ভাইরাস আছে কিনা।

অনেক সময় আমরা বিভিন্ন Unauthorised সাইট থেকে Mod, Crack, Piracy Software, Apk, Exe বা বিভিন্ন ফাইল ডাউনলোড করে থাকি।

কিন্তু এগুলো ইন্সটল করলে কি কি সমস্যা হতে পারে আমার থেকে আপনারা ভালো জানেন।

তবে আমরা এসব ইন্সটল করার পূর্বেই অনলাইনে চেক করে নিতে পারি এতে ভাইরাস আছে কিনা।

চেক করার দুটি উপায় বলবো :

(i) টেলিগ্রাম BOT : @VirusTotal_AVBot
এই BOT কে যেকোনো ফাইল সেন্ড করলে স্ক্যান করে বলে দিবে ভাইরাস আছে কি না।

দেখুন আমার এই সফটওয়ারের ভিতর Tool.SilentInstaller.6.origin নামক ম্যালওয়ার আছে যা DrWeb এ ধরা পড়েছে। এরকম ৬০ টি এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করে বলে দিবে মুহুর্তেই।

সুবিধা : আপনি ফাইল আপলোড দিতে পারেন বট এর কাছে অথবা ফরওয়ার্ডও করে দিতে পারেন।

(ii) অথবা VirusTotal.com তে গিয়ে ডাইরেক্ট ফাইল আপলোড করে ভাইরাস ম্যালওয়ার চেক করতে পারেন।

.
.
.

তো আজকের পোস্ট এখানেই শেষ করছি। আশা করি কমেন্টে জানাবেন কেমন লাগেলো। ?

.
সবাইকে আমার সাইট ভিজিট করার অনুরোধ রইলো। ?
.
আমার সাইট : TipsFCBD.Blogspot.Com ?

পোস্ট টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ট্রিকবিডির সাথে থাকার জন্য ধন্যবাদ। 🙂