Site icon Trickbd.com

BDIX WEB HOSTING কি এবং কোন হোস্টিং ব্যবহার করবেন সাইটের স্পীড বাড়াতে? 50%off

bdix web hosting জানার আগে জানা উচিৎ BDIX কি?

bdix এর পূর্ণরূপ হলো Bangladesh Internet Exchange। এই সিস্টেমের মাধ্যমে  আমাদের ইন্টারনেট প্রোভাইডার আমাদের ইন্টারনেট সেবা দিয়ে থাকে। এবং এই সিস্টেমে কানেক্টেড যেকোনো রিসোর্স অন্যান্য রিসোর্স থেকে অনেক দ্রুত স্থানান্তর করা সম্ভব।

BDIX Web Hosting কি?

BDIX সার্ভার ব্যবহার করা হয় যেসকল হোস্টিং এ, সেই সকল হোস্টিং হলো bdix web hosting.

bdix hosting এর সুবিধা কি?

মূলত আপনার সাইট যদি বাংলাদেশে কেন্দ্রীক বা বাংলাদেশ থেকে সিংহভাগ ভিজিটর আসে, তাহলে bdix hosting আপনার সাইটের র‍্যাংকিং এ সাহায্য করবে। সেই সাথে সাইট লোডিং হবে সুপার ফাস্ট। কোনো প্লাগিন ছাড়াই সাইটের লিডিং স্পীড বেড়ে যাবে। এতে করে আপনার আরনিং অটোমেটিক বেড়ে যাবে।

BDIX Hosting

আজকে আমি আপনাদের একটি bdix web hosting এর সাথে পরিচয় করিয়ে দিব। যেখান থেকে আমি হোস্টিং নিয়েছি এবং ব্যাক্তিগত ভাবে ব্যবহার করছি।

Limda Host আমার কাছে সেরা একটি BDIX server হোস্টিং মনে হচ্ছে।

Best BDIX Web Hosting এর অন্যতম কারন হলো এটির whmcs license রয়েছে, যেখানে সিংহভাগ বাংলাদেশি হোস্টিং কোম্পানির এটা নেই।

চাইলে আপনারাও চেক করতে পারেন। যদিও আমি এখানে স্ক্রিনশট যুক্ত করে দিয়েছি।

এর কারনে এটার বিশ্বস্ততা নিয়ে সন্দেহ অনেকাংশেই থাকে না।

আর এজন্য আমিও একটা নিয়ে নিলাম কম খরচে।

চলুন দেখি কিসব সেবা এই সার্ভিস প্রোভাইডার দিচ্ছে আমাদের।

https://www.limda.net/ তাদের সাইটে গেলে চোখে পড়ে যায় তারা ইন্টারন্যাশনাল, BDIX, Turbo, Reseller, Domain সহ সকল সুবিধা দিচ্ছে।

আমি মূলত আমার দরকারে একটি BDIX HOSTING নিব। তাহলে দেখি কিভাবে এটি আপনারা নিতে পারেন।

তাদের BDIX সেকশন থেকে আমি আমার পছন্দমত একটি হোস্টিং সিলেক্ট করে নিলাম।

আমার ডোমেইন ক্রয় করা আছে, তাই ডোমেইনের nameserver পরিবর্তন করে এখানে ব্যবহার করব।

এবার সকল তথ্য দিয়ে আমি চেক আউট করে নিব। আর হ্যা, তাদের পেমেন্ট বিকাশ, রকেট, নগদে হয়ে থাকে। তাই পেমেন্টে কোনো সমস্যা হবার কথা না।

আর আপনারা যেই হোস্টিং নেন সেখানে BDIX50 কুপন ব্যবহার করলে ১ বছরের জন্য ৫০% ছাড় পেয়ে যাচ্ছেন। তাই দাম অনেক কমে যায়।

পেমেন্টের সাথে সাথে মেইলের মাধ্যমে কনফার্ম হয়ে এক্সায় এবং আপনার তথ্য আপিনার মেইলে চলে আসবে।

সিস্টেম এক্টিভ অটোমেশন তাই, মেইলের তথ্য দিয়ে লগিন করে সাথে সাথে আপিন আপনার হোস্টিং এর পূর্ণ কন্ট্রোল পেয়ে যাবেন।

 

দেখুন cpanel এর ইন্টারফেস। যেহেতু এটা সেয়ার হোস্টিং তাই আপনারা স্ক্রিনে একটি সেয়ারড আইপি দেখতে পাবেন। যা বাংলাদেশ সারভারের আইপি, চাইলে এই আইপিটি আপনি চেক করে নিতে পারেন এটি কি আসলেই BDIX কিনা। আমি চেক করেছি এবং সব ঠিক পেয়েছি।

তাই আপনি আপনার জন্য নতুন হোস্টিং চাইলে এবং সাইটের স্পীড বাড়াত্র চাইলে Limda Host হতে পারে আপনার জন্য আদর্শ  হোস্টিং।

হোস্টিং এনরোল করতে এখান থেকে আমার এফিলিয়েট লিংক ব্যবহার করলে আমিও উপকৃত হব। সেই সাথে আপনিও চাইলে আপনাদের এফিলিয়েট করতে পারেন।

হোস্টিং লিংক ঃ Buy Limda BDIX Hosting