Site icon Trickbd.com

Samsung or sony যেকোন মডেলের অফিসিয়াল রম ডাউনলোড করে নিন।

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

বরাবরের মতো আজকে ও হাজির হলাম নতুন কিছু নিয়ে। পৃথীবিতে জনসংখ্যার যে হারে বৃদ্ধি পাচ্ছে ঠিক তার থেকে বেশি হারে মোবাইল তৈরি হচ্ছে। আমরা সবাই কম বেশি মোবাইল ব্যবহার করি। বর্তমানে বিভিন্ন ধরেন ব্রাড আসচ্ছে তারা নতুন নতুন ফোন তৈরি করে চলচ্ছে। তাদের মধ্যে কিছু ফোনের মডেল হলো :

এছাড়াও আরো অনেক ব্যান্ড আছে। তারা হয়তো বাংলাদেশে মার্কেট পায়নি তাই বাংলাদের মানুষ তাদের ব্যান্ড সম্পর্কে জানে না।

Stock Rom কি?

সহজ ভাবে বলতে গেলে আমরা ফোনের সাথে যে framework পাই সেটাই stock rom ।

প্রত্যেক ফোন কোম্পানী তাদের নিজেদের framework ব্যবহার করে । সবার framework আলাদা আলাদা হয়ে থাকে। এক কোম্পানি লোক অন্য কোম্পানির framework কখনই তৈরি করে না। প্রত্যেক কোম্পানির নির্দিষ্ট developer থাকে যারা Stock Rom তৈরি থাকে।

Stock rom নিয়ে কিছু কথা :

প্রত্যেক কোম্পানির developer ছাড়াও বাহিরের অনেক developer আছে যারা বিভিন্ন ব্যান্ডের rom তৈরি করে থাকে। বাহিরের developer রা তাদের ইচ্ছে মতো customize করে তৈরি করে এবং সেই rom কে আমরা custom roms বলে চিনি।

Stock Rom কেন প্রয়োজন?

অনেক সময় আমাদের ফোনের stock rom চলে যায় তখন আমাদের stock rom প্রয়োজন হয়। stock rom হারিয়ে যাওয়ার কিছু কারণ :

Official  Stock Rom কোথায় পাবো?

আমরা যখন ফোনের অফিসিয়াল রম হারিয়ে ফেলি তখন বিভিন্ন ধরনের সাইট থেকে রম ডাউনলোড করে থাকি । অনেক সময় ওই ফাইল গুলো কাজ করে না ফোনকে break করে দেয় তখন আমাদের মোটা অংকের টাকা দিয়ে ঠিক করতে হয়। আজকে এমন একটা সাইটের সাথে পরিচয় করি দিবো যেখানে পুরাতন নতুন সকল ফোনের অফিসিয়াল রম পাবেন। সাথে সেই ফোনের update রম ও পেয়ে যাবেন।

আমার অভিজ্ঞতা :

আমার অভিজ্ঞতা থেকে বলছি আজ পর্যন্ত এখন কোন ফোনে নেই যেই ফোনটি এখান থেকে ফাইল দেওয়ার পরও ওপেন হয়নি।

 

আজকে যে দুইটি ব্যান্ডের অফিসিয়াল রম নিয়ে কথা বলবো তারা হচ্ছে :

  1. Sony
  2. Samsung

 

আপনারা পছন্দের ব্রাউজারে চলে যাবেন। সার্চ করবেন Samsony.net।

আরবি এবং  ইংরেজী ভাষায় পাবেন যেটা আপনার সুবিধা হয় সেটা সিলেক্ট করে নিবেন।

সার্চ বক্সে Sony, Samsung যেকোন মডেল লিখলেই তার অফিসিয়াল রোম পেয়ে যাবেন। এছাড়াও অন্য ভাবে দেখা যাবে।

থ্রী ডটে যাবো এবং মোবাইল সিলেক্ট করবো।

দুইটি ব্যান্ড দেখতে পাবেন। পছন্দের ব্যান্ডে চমেক যাবেন।

যেই লেটার গুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো Samsung series।

আমি g series সিলেক্ট করলাম এখন g series এর যত ফোন আছে সব মডেল চলে আসবে আপনি আপনার প্রয়োজনীয় মডেলে চলে যাবেন।

আপনি যে মডেল সিলেক্ট করবেন সেই মডেলের যদি অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোন ফাইল থাকে সেটা দেখতে পারবেন।

এখানে ভবিষ্যৎ বলতে আপনার ফোনে যদি এখন ৬.০.১ থাকে এবং  আপডেট আচ্ছে কিন্তু আপনি দেন নি তখন চাইলে এখান থেকে ডাউনলোড করে নিয়ে নতুন রোম ইনস্টল দিতে পারেন।

প্রয়োজনীয় ফাইল সিলেক্ট করার পর ডাউনলোডের জন্য direct link চলে যাবো এবং ডাউনলোড শুরু হয়ে যাবে। কোন ধরনের ads দেখা লাগবে না।

এখান থেকে ডাউনলোড দিলে আপনি ১০-১৫ MB স্পিডে ডাউনলোড দিতে পারবেন।

একটা কথা বলে রাখা ভালো ডাউনলোড দেওয়ার পর ৫০% ডাউনলোড হওয়ার আগে যদি নেট চলে যায় তাহলে আবার ডাউনলোড দিতে হবে । একবার যদি pause করা হয় তাহলে আবার শুরু থেকে ডাউনলোড দিতে হবে। যদি resume :Yes থাকে তখন pause করতে পারবেন সমস্যা হবে না।

আশা করি সবাই বুঝতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্ হাফেজ।

Exit mobile version