Site icon Trickbd.com

যেকোনো সাদাকালো ছবি রঙিন করুন মাত্র ১ মিনিটে !

Unnamed

আসসালামু আলাইকুম !




ট্রিকবিডির সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !




আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


এখনকার এই সময়ে সাদা কালো ছবির গুরুত্ব খুব বেশি নাই। ডিজিটাল ক্যামেরা দিয়ে সহজেই রঙিন ছবি তোলা এবং সংরক্ষণ করা যায়।

আমাদের সবার বাসাতে হয়তো কোনো না কোনো সাদাকালো ছবি আছে। পুরোনো কোনো সাদাকালো ছবি। থাকতেই পারে, তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে তফাৎ রয়েছে।

যদি আপনার বাসায় কোনো সাদাকালো ছবি থাকে, তাহলে আপনি সেটাকে মাত্র ১ মিনিটের‌ও কম সময়ে রঙিন ছবি তে পরিবর্তন করতে পারবেন। এর জন্য আপনাকে ফটোশপে যেতে হবে না, কম্পিউটারের দরকার হবে না, কোনো টাকা খরচ‌ও করতে হবে না।

আজকে একটা ওয়েবসাইটের মাধ্যমে ১ মিনিটের‌ও কম সময়ে সাদাকালো ছবিকে উজ্জ্বল রঙিন ছবি তে বদলাতে পারবেন।

আমি এই ওয়েবসাইটের সাহায্যে আমার বড়বোনের পুরোনো একটা সাদা কালো ছবি রঙিন করে আপনাদের দেখাচ্ছি‌। ↓

উদাহরণঃ ↓↓↓


 

এই ওয়েবসাইটে আপনি ফটো এডিটিং করার জন্য অনেক ফিচার পাবেন। যেমনঃ

Base Palette
Lavender Dusk
Colorful Memories
Vivid Natural
Warm Glow
Royal Vibes
Analog Rainbow
Pastel Note
Outdoor Vibes
Bright Studio
Matte Ruby
Cinematic Shades
Radient Rainbow
Playful Pop
Faded Elegance
Garden Delights
Lively Floral
Tutti Frutti
Vintage Charm
Ambient Historic


 

এবার দেখে নিন কিভাবে সাদা কালো ছবি রঙিন করবেন।
প্রথমে আপনি palette.fm ওয়েবসাইটে যাবেন।

তারপর আপনি Upload Image এ ক্লিক করবেন।

এরপর একটি সাদাকালো ছবি সিলেক্ট করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।

সাদাকালো ছবি রঙিন হয়ে গেলে, তখন আপনি ইচ্ছা করলে ফটোর প্রমোট এডিট করতে পারবেন, ইচ্ছা করলে কোনো ওয়াটার মার্ক, প্রিমিয়াম এর ঝামেলা ছাড়াই ভালো কোয়ালিটি তে ফটো ডাউনলোড করতে পারবেন‌।

হয়তো পোস্ট ছোট হয়ে গেছে কিন্তু আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরলাম।

আরও পড়ুনঃ টি২০ বিশ্বকাপ লাইভ

আরও পড়ুনঃ ও দিয়ে মেয়েদের ইসলামিক নাম জেনে নিন (500+)


এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d