Site icon Trickbd.com

AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা এর সাহায্যে করে নিন আপনার প্রয়োজনীয় কাজগুলো, অ্যাপ ছাড়াই !

Unnamed

আসসালামু আলাইকুম !




ট্রিকবিডির সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !




আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


বেশি কথা বলার ইচ্ছা নাই আজ !

আজকে কথা বলবো AI Website (Artificial Intelligence) এর বিষয়ে ! Never underestimate the power of AI ?

বর্তমানে এই AI Website বেশ পপুলার হচ্ছে। এই ওয়েবসাইট AI এর সাহায্যে কাজ করবে এবং আপনি যা কমান্ড করবেন এটা তাই করবে (যদি সম্ভব হয়..!) । আপনি এই ওয়েবসাইটে যা ইচ্ছা টাইপ করতে পারবেন, যা ইচ্ছা কমান্ড দিতে পারবেন।

আর এই ওয়েবসাইট সেটাই করবে। তবে যদি এমন কিছু করতে বলেন যা এর দ্বারা করা সম্ভব না যেমন, যদি আপনি বলেন যে গতকাল রাস্তায় যে সবুজ জামা পরা মেয়ে দেখেছিলাম তার ফেসবুক আইডি কি ? এই টাইপ কোনো কমান্ড বা টাইপ করলে আপনি অবশ্যই ফলাফল পাবেন, আর ফলাফল হলো আপনার এমবি লস + সময় বরবাদ + ভুলভাল লেখা দেখতে পাওয়া।

তাই এমন কিছু করতে বলবেন না যেটা এই AI Website করতে পারবে না। এমনিতেই এই ওয়েবসাইটের সাহায্যে ২০ টির অধিক কাজ করতে পারবেন আপনি যা প্রায়‌ই অনেকের দরকার হয়। যেমনঃ ↓

★ কোনো প্রয়োজনীয় বিষয়ে কয়েক সেকেন্ডর মধ্যে দরখাস্ত/আবেদন ইত্যাদি তৈরি করা।

★ প্রয়োজনীয় গ্ৰামারটিক্যাল ইংলিশ চেক করতে পারবেন। মানে আপনি ইংরেজি তে কতটুকু দক্ষ সেটা যাচাই করতে পারবেন। যেমন: আপনার ইংরেজি তে কোনো ভুল হলে তা মূহুর্তেই বলে দিবে।

★ 2nd Grader এর জন্য Summarize করতে পারবেন ঝামেলা ছাড়াই।

★ Q&A, Text to Command, Classification ইত্যাদি অপশন পেয়ে যাবেন।

★ SQL Translate এবং Natural Language to Stripe API এর মতো অপশন পেয়ে যাবেন।

এছাড়াও আরো অনেক সুবিধা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে।

ব্যবহারবিধিঃ




AI Website এ আপনার প্রয়োজনীয় কাজ করার জন্য প্রথমে আপনি beta.openai.com এই ওয়েবসাইটে যান।

এরপর আপনাকে ওয়েবসাইটে Sign up করতে হবে। আপনি চাইলে অ্যাকাউন্ট করতে পারবেন অথবা গুগল অ্যাকাউন্ট, মাইক্রোসফট অ্যাকাউন্ড থেকে সরাসরি লগ ইন করতে পারবেন।

এরপর আপনাকে বেছে নিতে হবে যে আপনি আসলে কিসের জন্য AI ব্যবহার করতে চাচ্ছেন? কোনো প্রোডাক্ট বা ফিচার, ব্যক্তিগত ব্যবহার, AI রিসার্চ, journalist নাকি কন্টেন্ট তৈরির জন্য সেটা বেছে নিন। আমি ব্যক্তিগত ব্যবহার করবো তাই I’m exploring personal use অপশন সিলেক্ট করেছি।

মেইন পেজে যাওয়ার পর আপনি আপনার কাজের জন্য বেশ কিছু উদাহরণ পেয়ে যাবেন। সাথে ভয়েস রেকর্ডিং কমান্ড এবং সার্চ ইঞ্জিন পেয়ে যাবেন। এবং আরো উন্নত উদাহরণ এর জন্য More examples অপশন পেয়ে যাবেন।

আপনি চাইলে .mp4 .webm এর মতো ফরম্যাটের ভিডিও এবং .mp3 .m4a এর মতো ফরম্যাটের অডিও আপলোড করে তার মাধ্যমে কমান্ড দিতে পারবেন।

অথবা ইচ্ছা করলে সরাসরি ভয়েস রেকর্ডিং এর মাধ্যমেও কমান্ড দিতে পারবেন।

আপনার কাঙ্খিত ফলাফল পাওয়ার পর সেটা Undo এবং আরো উন্নত ফলাফল এর অপশন পেয়ে যাবেন।

প্রথমে আপনার দরকার অনুযায়ী টাইপ বা কমান্ড করার পর Submit এ ক্লিক করলেই ফলাফল পেয়ে যাবেন।

এছাড়াও আপনি আপনার দরকার অনুযায়ী ২০ টির অধিক অপশন পেয়ে যাবেন।

Grammatical Standard English এর মাধ্যমে আপনার ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করতে পারবেন।

দরকারি কোনো Application, Letter সহজেই তৈরি করতে পারবেন। যেমনঃ Write an application for sickness লিখে Submit করলেই সেই বিষয়ে অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন।

যদি আপনার ইংরেজি তে দরকার হয় তাহলে সেটা ইংরেজি তে ব্যবহার করতে পারবেন আর যদি অন্য ভাষায় দরকার হয় তাহলে সেটা কপি করে ট্রান্সলেট করে ব্যবহার করতে পারবেন।


এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d