তো শুরু করা যাক।
এই সিষ্টেমটি যারা যানেন তাদের জন্য এই পোষ্ট না।যাদের অনেক কোড লাগে অনেক ওয়েবসাইটের তারা এই সিষ্টেম ব্যবহার করে তা করতে পারবে।
আপনি যদি এখনো কোনো কিছু বুঝে না থাকেন তাহলে বুঝেয়ে বলছি।আপনি wapkiz এর সিষ্টেম দ্বারা যেকোনো ওয়েবসাইটের !DOCTYPE html tag থেকে শুরু করে যত কোড ওই ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে তা দেখতে পারবো এবং কপি করতে পারবো।যেকোনো কোড ই চলবে Hmtl, css, javascript , json, xml, etc।
এই সিষ্টেমটি ওয়েবসাইট তৈরি বা ডিজাইন যারা করে তাদের অনেক কাজে লাগে।
এটি ওয়াপকিজ থেকে করতে চাইলে প্রথমে wapkiz.com / wapaxo.com যান।
এখন আপনার যেকোনো একটি ওয়েবসাইটের Panel mode এ যান।
এখন একটু নিচে Html Secure লেখা দেখা যাবে সেখানে ক্লিক করুন।
এখন নিচে একটি বক্স দেখতে পারবেন সেখানে আপনি যে ওয়েবসাইটের কোড চুরি করতে চান তার লিংক দিন।
আমি Example হিসেব https://trickbd.com দিলাম।এখনি দেখেন ট্রিকবিডিতে যা যা কোড ব্যবহার হয়েছে তা দেখাচ্ছে।
কোড বেশি না দেখালে পেজ অনুযায়ি দেখাবে ইচ্ছা মতো পেজ এ গিয়ে কোড সো করবে।
25 thoughts on "এখন wapkiz বা wapaxo থেকে যেকোনো ওয়েবসাইটের কোড নিয়ে নিন কোনো রকম সমস্যা ছাড়া।"