Site icon Trickbd.com

Free Domain নিয়ে নিন ২০২২ | একদম ফ্রী তে টপ লেভেল ডোমেইন

Unnamed

আসসালামু আলাইকুম
আশা করি সকলে ভালো আছেন।

ট্রিকবিডি তে অনেকদিন পরে পোস্ট করতে আসলাম।
আসলে সময় এবং সুযোগ হয়না বললেই চলে। তারপরও যতটুকু সম্ভব আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করি।

আজকে একটা টিউটোরিয়াল শেয়ার করলাম সেটা হচ্ছে ” কিভাবে ফ্রী তে টপ লেভেল ডোমেইন নেওয়া যায় ”

Free TLD বা Top Level Domain পেতে আমরা সবাই চাই। কিন্তু সবসময় এই রকম সুযোগ হয়না।
ত যাই হোক আসল কথায় আসা যাক।

আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিভাবে .online ফ্রী ডোমেইন নিবেন সেটা।
একটা ডোমেইন কোম্পানি নতুন বছর উপলক্ষে এই অফার দিচ্ছে।

ফ্রী তে .online ডোমেইন নেওয়ার নিয়ম :

প্রথমে এই লিংকে ক্লিক করে প্রবেশ করুন।
একটা নতুন অ্যাকাউন্ট খুলে নিন। যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে সেটা দিয়েও কাজ হবে।

অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর এই লিংকে গিয়ে
আপনার Desire Domain বা পছন্দের ডোমেইন টা সার্চ করুন।

এবার আপনার পছন্দ করা ডোমেনটা যদি Available থাকে তবে
Add to Basket বা Add to Cart এ ক্লিক করুন এবং Checkout এ ক্লিক করুন।

এবার Remove এ ক্লিক করুন এবং Continue তে ক্লিক করুন।

এবার আপনার ঠিকানা এড করুন।
ঠিকানা এড করা হয়ে গেলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।
এবার Continue তে ক্লিক করুন।

এই পর্যায়ে নিচে গিয়ে দেখুন লিখা আছে “I have a promo ” সেখানে ক্লিক করুন এবং নিচের Coupon টা ব্যবহার করুন।

Coupon : FREEONLINE

এবার দেখুন Pay Amount 0 দেখাচ্ছে


বেশ এবার Renewable Payment Method হিসেবে যেকোনো ১টা পেমেন্ট ম্যাথড এড করলেই আপনার ডোমেইন টা পেয়ে গেলেন।


আশা করি সকলেই বুঝতে পারছেন।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

আমার ব্লগ ওয়েবসাইটগুলোতে আপনার দাওয়াত রইল।



Exit mobile version