আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন?

আজকে আলোচনা করবো  এমন একটি ওয়েবসাইট সম্পর্কে যেখান থেকে আপনি বিনামূল্যে পেয়ে যাবেন কপিরাইট মুক্ত মিউজিক অডিও,সাউন্ড ইফেক্ট,ভিডিও টেম্পলেট সহ স্টক ভিডিও ডাউনলোড করতে পারবেন।

আমরা অনেকেই আছি যারা ভিডিও এডিটের জন্য বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যাবহার করে থাকি এবং সেই ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হয় ভিডিও ইফেক্ট ,ব্যাকগ্রাউন্ড মিউজিক,সাউন্ড ইফেক্ট আরো অনেক কিছু।কিন্তু অনেকেই এই ইফেক্ট গুলোতে কপিরাইট থাকার জন্য ব্যাবহার করতে পারিনা । তাই আপনাদের সেই সাধারন সমস্যার সমাধানের জন্য আজকের আমার এই পোস্ট।

তাহলে চলুন শুরু করা যাক।প্রথমে আপনার ফোনের /কম্পিউটারের যেকোন ব্রাউজার ওপেন করুন ।তারপর নিচের লিংকটিতে ক্লিক করুন ।

Mixkit.co

তারপর নিচের মতোন এই রকম ওয়েবসাইট শো করবে।

আমরা অনেকই ইউটিউবে অনেক কোরআন তেলোয়াত ভিডিওতে দেখতে পাই যে তারা লিরিক্স ভিডিওতে প্রতিটি কোরআনের আয়াতে বিভিন্ন ধরনের ভিডিও স্লাইড ভিডিও তৈরি করে তাতে বিভিন্ন রকমের গাছ পালা / সাগর/পাহার /আকাশ ইত্যাদি ভিডিও দেওয়া থাকে ঐ রকম ভিডিও ইফেক্ট আপনি চাইলে  এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটে প্রায় ৪১ হাজারের মতোন স্টক ভিডিও পাবেন ।ভিডিও কোয়ালিটি গুলো খুব ভাল মানের একদম 4k রেজুলেশনে।

সাউন্ড ইফেক্ট আছে প্রায় ৩হাজারের বেশি। এই ওয়েবসাইটে আপনি সকল প্রকার সাউন্ড ইফেক্ট শুনে শুনে ডাউনলোড করতে পারবেন। প্রতিটি সাউন্ড  ইফেক্ট একদম ক্লিয়ার এবং হাই কোয়ালিটি ।

ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো রয়েছে ১হাজারের বেশি।মিউজিকগুলোতে থাকছে Ambient,Cinematic,Corprate,Drum & Bass,Expremental,Funk,Hiphop And Jazz ব্যাকগ্রাউন্ড মিউজিক।সব গুলো মিউজিক একদম হাই কোয়ালিটির ।

ভিডিও ইন্ট্রো আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের ভিডিও ইন্ট্রো মেক করতে পারবেন। সেই সাথে কম্পিউটারের ভিডিও এডিটর যেমন : Adobe Premiere Pro ,After Effects,Dinal cut pro,DaVinci Resolve সফটওয়্যার এর মাধ্যেমে ভিডিও ইন্ট্রো তৈরি করতে পারবেন।

আপনারা চাইলে এই ওয়েবসাইটের সার্চ আইকন থেকে বিভিন্ন ধরনের আইকন ও ডাউনলোড করতে পারবেন।ভিডিও এডিট এর বিভিন্ন  ইফেক্ট ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইট এর ভুমিকা অপিহার্য।

পোষ্টের কোন অংশে যদি ভুলক্রটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন।

তো আর কথা না বাড়িয়ে এইখানেই বিদায় নিচ্ছি আমি সোহেল আরমান রাজু

আমার সাথে যোগাযোগ করতে চাইলে

ফেসবুকে আমি ইনস্টাগ্রামে আমি এবং টেলিগ্রামে আমি

সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন আর ট্রিকবিডির সাথেই থাকুন ধন্যবাদ।

আল্লাহ হাফেজ

9 thoughts on "কপিরাইট মুক্ত মিউজিক ,সাউন্ড ইফেক্ট,আর ভিডিও ইফেক্ট ডাউনলোড করুন একদম ফ্রিতে"

    1. Sohelarman4374 Author Post Creator says:
      thank you
  1. Rasel islam Contributor says:
    যে সকল স্টক ভিডিও আছে এইগুলো কি কপিরাইট ফ্রি নাকি আবার ফেইসবুকে বা ইউটিউবে কপিরাইট মারবে??
    1. Sohelarman4374 Author Post Creator says:
      কপিরাইট ফ্রি
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Na vai…amar boro vai eikhan theke video download kore youtube video upload kore
  2. khanreturns Contributor says:
    খুবই চমৎকার, তথ্যবহুল, মানসম্মত একটি পোস্ট।
    ধন্যবাদ আপনাকে।
    1. Sohelarman4374 Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ আপনার মুল্যবান মতামত দেওয়ার জন্য

Leave a Reply