আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে ভাল-ই আছেন
আজকে আলোচনা করবো কোন ধরনের এক্সপ্রেন্সিব মাইক্রোফোন ব্যাবহার না করেই বা কোন ধরনের সফটওয়্যার ব্যাবহার না করেই মোবাইলের রেকর্ডকৃত ভয়েস ক্লিয়ার করুন মাত্র এক ক্লিকে।
বর্তমান সময় আমাদের হাতের ফোন দিয়ে আমরা টুকটাক অনেক ভিডিও তৈরি করে থাকি। কিন্তু আমাদের এই ভিডিও গুলোর মাঝে আমাদের ভয়েস এতোটা ভাল আসেনা আবার নয়েজের জন্যও অনেক বিরক্তি লাগে।তাই নিজের ভয়েজকে সুন্দর এবং নয়েজ রিমুভ করার জন্য আজকে আমি আপনাদের এই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
চলুন তাহলে শুরু করা যাক.
প্রথমে আপনি একটি মোবাইল দিয়ে আপনার ভয়েজ রেকর্ড করে নিন।রেকর্ডটি অবশ্যই wav,mp3 ফরম্যাটে হতে হবে।
তারপর এই লিংকে ক্লিক করুন podcast.adobe.com
এরপর upolad এ ক্লিক করে আপনার অডিও ফাইল বা রেকর্ড এইখানে সিলেক্ট করে আপলোড করুন।
আপনাদের যদি এই ওয়েবসাইটে লগিন করতে বলা হয় তাহলে অবশ্যই লগিন করে নিবেন।
দেখুন আমার অডিও ফাইলটির নয়েজ রিমুভ হয়ে গেছে।
আপনারা চাইলে এইখান থেকে আপনার ভয়েজটি শুনতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।
এই ওয়েবসাইটে আপনি সর্বোচ্চ ১ঘন্টার অডিও আপলোড করতে পারবেন এবং আপনার অডিও অবশ্যই ৫০০এম্বির নিচে থাকতে হবে। এই ওয়েবসাইটে আপনি সব মিলিয়ে দৈনিক ৩ ঘন্টার অডিও আপলোড করতে পারবেন।
তাহলে আর কথা না বাড়িয়ে এইখানেই বিদায় নিচ্ছি আমি
সোহেল আরমান রাজু
আমার সাথে যোগাযোগ করতে Facebook – Instagram –& Telegram
আল্লাহ হাফেজ