আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটা ট্রিক্স নিয়ে হাজির হলাম।

আমরা অনেকেই কনভার্টার ওয়েবসাইটের সাথে পরিচিত। Youtube ভিডিও কনভার্টার, ভিডিও টু অডিও কনভার্টার, ইমেজ কনভার্টার ইত্যাদি। এগুলো আমরা রেগুলারই ব্যবহার করে থাকি। কেমন হবে যদি আপনার নিজেরই একটা কনভার্টার সাইট থাকে!

তো আজকে আমার দেখাবো কিভাবে আপনি কিভাবে ইমেজ কনভার্টার ওয়েবসাইট তৈরি করবেন। এই ওয়েবসাইট দিয়ে PNG ইমেজকে JPG তে কনভার্ট করতে পারবেন।

ডেমো ওয়েবসাইট লিংক

প্রথমে আমাদের ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন হবে। যাদের ডোমেইন হোস্টিং কেনা আছে তারা সরাসরিই পরের ধাপে চলে যেতে পারেন। আর যাদের পেইড হোস্টিং নাই, তারা চাইলে ফ্রী হোস্টিং এ ব্যবহার করতে পারেন। ফ্রি হোস্টিং কিভাবে পেতে হয়? সেটা জানা না থাকলে ট্রিকিবিডিতে অথবা ইউটিউব এ একটু খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন।

তো প্রথমে আপনাদেরকে স্ক্রিপটি ডাউনলোড করে নিতে হবে।

Download Link (Drive)

Download Link (Mega)

স্ক্রিপ্টের ফিচারস গুলো,
১. আপনি চাইলে যে কোন PNG ইমেজকে JPG আকারে Convert করে নিতে পারবেন।
২. এটার মাধ্যমে আপনি যে কোন ফটোর রেগুলেশন ঠিক রেখে সাইজ কমায় নিতে পারবেন।

৩. স্ক্রিপ্টটা খুবই লাইটওয়েট।
৪. এটি মোবাইল এবং পিসি ফ্রেন্ডলি।

ডাউনলোড করার পর ফাইলটি zip অবস্থায় থাকবে। এবার আপনার হোস্টিংয়ের Cpanel এ চলে যান এবং ফাইল ম্যানেজারে (File Manager) প্রবেশ করুন।

যে ডোমেইন টিতে ইন্সটল করতে যাচ্ছেন সেটাতে ক্লিক করুন। যেমন আমি এখানে convert.iscoearn.com এই ডোমেইনে সাইটটি বানাবো।

এবার Upload লেখায় ক্লিক করুন।

এবার আপনাকে ফাইল আপলোড করার জন্য একটি বক্স দেবে। এখানে আপনার ডাউনলোড করা ফাইলটি আপলোড করে দেন।
ফাইল আপলোড হয়ে গেলে ব্যাক দিয়ে আগের পেজে চলে আসুন।

এবার ফাইলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করলেই Extract করার অপশন পাবেন। (মোবাইলে হলে ফাইল টার ওপর চাপ দিয়ে ধরে রাখলেই অপশন পাবেন।) ওখানে ক্লিক করে Extract করে নেবেন।

Extract করার সাথে সাথে আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে। এবার অই zip ফাইলটি ডিলিট করে দিন।

আপনি চাইলে সাইটটি ভিজিট করেও দেখতে পারেন।

আপনার সাইটকে চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এজন্য হোস্টিং এর থাকা ফাইল গুলোকে ইডিট করলেই হয়ে যাবে। এগুলো আপনি নিজেই পারবেন। তাই আর বিস্তারিত দেখালাম না।

তো আর এপর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর কিছু না বুঝলে কমেন্ট করতে পারেন।

সময় থাকলে আমার ওয়েবসাইটটি ঘুরে আসবেন।

ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়।

6 thoughts on "বানিয়ে ফেলুন আপনার নিজের ইমেজ কনভার্টার ওয়েবসাইট। একদম ফ্রিতে।"

  1. Shofikul Islam Author says:
    Apner hosting tar nam ki? Jetar ss akane diyesen?
    1. Jibon Roy Author Post Creator says:
      Hostbuybd
  2. saiful Contributor says:
    Vai Tron Trx Mining Theme Thakle Deben Plzz…
  3. TECH_PAGLA Contributor says:
    ভাই এটা কি আমার পারসোনাল Blogger সাইটে এড করা যাবে ?

    গেলে কিভাবে !

    1. Jibon Roy Author Post Creator says:
      ব্লগার সাইটে এটা এড করা যাবে না। তবে এর জন্য আলাদা স্ক্রিপ্ট আছে ওটা ব্যবহার করতে হবে

Leave a Reply