কম্পিউটার ব্যাবহার করেছে অথচ শর্টকাট ভাইরাসের মুখোমুখি হয়নি এমন মানুষ খুজে পাওয়া খুবই কঠিন একটি কাজ। সাধারনত পেনড্রাইভ ও ম্যামরিকার্ড দ্বারা এই ভাইরাসের সাথে বেশিরভাগ মানুষের পরিচয় ঘটে ।
বেশ কিছু শর্টকাট রিমুভার সফটওয়্যার যা দিয়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ।
এছাড়াও আরো কিছু পদ্ধতি অবলম্বন করলে কোন প্রকার এন্টিভাইরাস ছাড়াই এই ভাইরাস বা স্ক্রিপ্ট এর জ্বালাতন থেকে মুক্তি পাওয়া সম্ভব ।

পদ্ধতি ১ঃ

প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে Run এ যান , এর পর সেখানে টাইপ করুন cmd
তখনই Command Prompt চালু হবে।

attrib -h -s -r -a /s /d X:*.

উপরের কমান্ডটি লেখুন , শুধুমাত্র x এর জায়গায় আপনার যে ড্রাইভের ভাইরাস সরাতে চান সে ড্রাইভের নাম লেখুন
( যেমন virus আক্রান্ত ড্রাইভের নাম যদি f: হয় তাহলে কোডটি হবে attrib -h -s -r -a /s /d f:*. )
enter প্রেস করুন । তাহলেই দেখবেন অইড্রাইভের শর্টকাট ফাইলগুলো আগের মত হয়ে গেছে ।

পদ্ধতি ২ঃ

নোটপ্যাড ওপেন করুন, এবং নীচের কমান্ড গুলো লেখুন

@echo off
attrib -h -s -r -a /s /d X:*.*
attrib -h -s -r -a /s /d X:*.*
attrib -h -s -r -a /s /d X:*.*
@echo complete.

X  এর জায়গায় আপনার ড্রাইভের নাম দিতে হবে )
virusremover.bat নামে সেভ করুন ( এক্সটেনশন অবশ্যই .bat হতে হবে নাম যাই দিন না কেন )
এবার সবকিছু ক্লোজ করে দিয়ে নতুন বানানো bat ফাইলে ডাবল ক্লিক করুন
দেখবেন প্রব্লেম সল্ভ ।

পদ্ধতি ৩ঃ

যদি কম্পিউটারই শর্টকাট ভাইরাসে আক্রান্ত হয় তাহলে
কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন। End Process এ ক্লিক করুন। এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন। wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন। যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।এখন RUN এ যান। wscript.exe লিখে ENTER চাপুন। script after specified number of seconds: দিয়ে APPLY করুন।

আশা করি সমাধান হয়ে যাবে ।

পূর্বে প্রকাশিতঃ 24WorldTips.Ml

 

যারা এই সাইটে পোষ্ট করতে পারছেন না, তারা চাইলে প্রযুক্তির সাথে এগিয়ে চলা 24WorldTips.Ml সাইটিতে পোষ্ট করতে পারেন। রেজিষ্টার করলেই Author । ক্লিক করুন এখানে

4 thoughts on "এন্টিভাইরাস ছাড়া নিজেই মুছে ফেলুন শর্টকাট ভাইরাস"

    1. msshohug☑️ Author says:
      Apnet bojar dorker nai
  1. ABIR AHAMED Contributor says:
    title ki r likhlen virus remover system?

Leave a Reply