এ বছরেই আসছে মাইক্রোসফট লুমিয়া ৯৪০, লুমিয়া ৯৪০ এক্সএল এবং লুমিয়া ৮৪০। আগে শোনা গিয়েছিল মাইক্রোসফট আর লুমিয়া ৯৪০ বাজারে আনবে না, তার বদলে আসবে লুমিয়া ৯৫০। এখন শোনা যাচ্ছে অন্য কথা। রেডমন্ডের এই প্রযুক্তি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি হাই-এন্ড মডেলের দু’ দুটো ফোন তৈরি করেছে – যার একটি হচ্ছে মাইক্রোসফট লুমিয়া ৯৪০ এবং অন্যটি মাইক্রোসফট লুমিয়া ৯৪০ এক্সএল। এ দুটো ফোনই তৈরি হবে পলিকার্বনেট প্লাস্টিক দ্বারা। শুধু তাই নয়, মাইক্রোসফট আরো প্রস্তুত করছে মাইক্রোসফট লুমিয়া ৮৪০। এই তিনটি ফোনেই সংযুক্ত হয়েছে অন স্ক্রীন টাচ বাটন যেগুলি পাওয়া যাবে এ বছরের শেষ নাগাদ।
লুমিয়া ৯৪০ এক্সএল : ৫.৭ ইঞ্চি স্ক্রীন, ১৪৪০ * ২৫৬০ কিউএইচডি রেজ্যুলুশন। এটি তৈরি করে ৫১৫ পিক্সেল ঘনত্ব। এতে ব্যবহৃত হয়েছে স্নাপড্রাগন ৮১০ চিপসেট, আছে অ্যাড্রিনো ৪৩০ জিপিইউ যুক্ত একটি অক্টা-কোর ২ গিগাহার্টজ সিপিইউ। ৩ গিগাবাইট র্যাম এর সাথে আছে ৩২ গিগাবাইট স্টোরেজ ক্ষমতা। এর ক্যামেরা ২০ মেগাপিক্সেল/৫মেগাপিক্সেল, ৩৩০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী। এই ফোনেও আগে থেকেই সংযুক্ত করা থাকবে উইন্ডোজ ১০ ।