দেশের বাজারে মাইক্রোসফট নিয়ে
এসেছে উইন্ডোজ ১০ সফটওয়্যার চালিত
লুমিয়া ৫৫০ নামে একটি স্মার্টফোন।
প্রতিষ্ঠানটির দাবি, এটি উইন্ডোজ ১০
চালিত সবচেয়ে সাশ্রয়ী ফোন। এর দাম
১২ হাজার টাকা।
মাইক্রোসফটের এক বিজ্ঞপ্তিতে বলা
হয়েছে, ফোরজি সুবিধার হ্যান্ডসেটে
ডিসপ্লে। এতে মাইক্রোসফটের বিভিন্ন
অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা পাওয়া
যায়। ফোনটিতে রয়েছে কোয়ালকমের
স্ন্যাপড্রাগন কোয়াড কোর প্রসেসর, এক
জিবি র্যাম। এর ব্যাটারি ২১০০
মিলিঅ্যাম্পিয়ার। ফোনটির পেছনে পাঁচ
ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা
আছে। সামনের ক্যামেরার অ্যাপারচার ২
দশমিক ৪। ফোনটির ইন্টারনাল মেমোরি ৮
জিবি।