Site icon Trickbd.com

আপনি কি অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করেন ?? অতিরিক্ত মোবাইল আসক্তির কারণে ঘুম আর চোখের সমস্যা আর নয় ।।শুধুমাত্র Android Device ব্যবহারককারীর জন্য ।।

Unnamed

আপনারা যারা অনেক রাত জেগে Android Device ব্যাবহার করেন তারা লক্ষ করে দেখবেন যে অনেক সময় মোবাইল ফোন এর আলো আপনার কাছে খুব বিরক্তিকর লাগে । আলো একদম কমিয়ে দেবার পরও মনে হয় আলো বেশী । অনেক সময় মোবাইল ব্যাবহার করার পর ঘুম আসতে অনেক সময় লাগে । কথা শেষ ।

ডাউনলোড লিংকঃ

Click Here to Download

ব্যাবহারের নিয়ম ঃ Install করে open করুন ।

*****PREVIEW তে যান । এরপর অ্যাপ টা OFF করে মোবাইল এর NOTIFICATION এ যান ।

**TWILIGHT এ যান

***INTENSITY OPTION টা আপনার মোবাইল SCREEN এর ওপর লাল আলোর স্তর সৃষ্টি করবে । যা ঘুম এর সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে ।

***SCREEN DIM OPTION টা দিয়ে SCREEN এর আলো আপনার মোবাইল BRIGHTNESS SETTINGS এর চেয়েও কম করতে পারবেন সব সময়ের জন্য ।।

***এরপর ALWAYS দিন ।
এছাড়াও APP টার আরও সুবিধা আছে । চালাতে গেলেই বুঝবেন ।।