Site icon Trickbd.com

PC এর Screen Brightness এ চোখের সমস্যা? নিয়ে নিন দারুন একটি software..

আগে একটু বলি,আমি নিজে software টি ব্যবহার করি। আজকে কলেজে একটি practical ক্লাসে প্রায় ৩ ঘণ্টা কম্পিউটার এর সামনে বসে থাকতে হয়েছিল এবং আমার কলেজের পিসিতে software টি install করা ছিল না।এরপর ক্লাস শেষে প্রচণ্ড মাথা ব্যাথা অনুভব হতে লাগলো। আস্তে আস্তে ব্যাথা বাড়তে থাকলো।এর পর মেডিসিন নিলাম।তারপরও ব্যাথা কমতে বেশ সময় লাগলো। তাই ভাবলাম এই একই সমস্যা তো অনেকেরই হয়।তাই আপনাদের সাথে software টি শেয়ার  করছি।

software টির নাম Flux।এটি মূলত আপনার screen brightness আপনার চোখের  জন্য সহনীয় মাত্রায় নিয়ে আসে।এই software টি আপনার  PC এর সময় অনুযায়ী আপনার স্ক্রীন এর brightness বাড়াবে কমাবে,আর brightness এ কিছুটা লালচে আভা থাকে।  একবার ব্যবহার করেই দেখুন,আপনার ভাল লাগবেই।এটির size ১ এমবি এর চেয়েও কম। software টির direct download link নিচে দেওয়া হল।

Download flux-setup.exe

Size: 546 KB

Direct download link

 

আমার টিউনটি যদি ভালো লেগে থাকে,তাহলে অবশ্যই টিউমেন্টে জানাবেন এবং প্রিয় টিউন হিসেবে টিউনটি মনোনীত করবেন।