Site icon Trickbd.com

কম্পিউটারের USB লক করুন কোন সফটওয়্যার ছাড়াই।

Unnamed

আপনার কম্পিউটারের ইউ এস বি (USB )
নিয়ে সব সময়ই চিন্তায় থাকতে হয়
কারন
আপনি যখন থাকেন না তখন অন্য কেউ
আপনার কম্পিউটারে বসে কোন
মেমোরি কার্ড কিংবা পেন ড্রাইভ
ঢুকায়
তখন আপনার কম্পিউটারে ভাইরাস
ঢোকা ছাড়া ও আপনার প্রয়োজনীয়
তথ্য
গুলি চুরি হয়ে যেতে পারে। আর এত বড়
সমস্যা থেকে আপনি খুব সহজেই রেহাই
পেতে পারেন। এর জন্য আপনার কোন
সফটওয়্যার এর প্রয়োজন নেই। এর জন্য
আপনাকে যে কাজটি করতে হবে তা

নিম্নরুপঃ
প্রথমে আপনার কম্পিউটারের My
Computer
এ যান। তার পর My Computer এর উপর
মাউস
পয়েন্টটার রেখে রাইট বাটন ক্লিক
করুন
তার পর Properties এ যান। সেখান থেকে
Hardware সিলেক্ট করে Device
Manager এ
যান। এবার আপনার কম্পিউটারের ইউ
এস বি
( USB) পোর্টে একটা কার্ড রিডার
ঢুকান।
তার পর দেখতে পাবেন Storege volumes
নামে নতুন একটা অপশন এসেছে। তার পর
এটার উপর ক্লিক করলে Generic
volumes
নামে একটা অপশন পাওয়া যাবে তখন
সেটার উপর মাউসের রাইট বাটন ক্লিক
করে
Disable সিলেক্ট করুন। আর তখন
Disable এর
জায়গায় Enable
লেখা চলে আসবে এবং আপনার
কম্পিউটারের ইউ এস বি (USB) পোর্ট
চালু
করতে Enable সিলেক্ট করুন।