ইতোপূর্বে উইন্ডোজ ৮-এ এই ধরনের ডিজাইনের উপর গুরুত্বারোপ করা হয়েছিল। উইন্ডোজ ১০-এর ক্ষেত্রেও একই পথ অনুসরণ করলেও শেষ পর্যন্ত এর ইন্টারফেস অনেকাংশেই উইন্ডোজ ৭ এবং এক্সপি-এর সঙ্গে মিলে যায় বলে মনে করেন ডুরাতে।
সম্প্রতি একটি টুইটে তিনি বলেন ,”উইন্ডোজ ১০? এ যেন ১০ বছর আগের সংস্করণ!”
এতেই থেমে থাকেননি ডুরাতে। আরেকটি টুইটে তিনি বলেন, “সারফেইস ৪ এ উইন্ডোজ ১০ সেট আপ করলাম। জানিনা কেনো এতো আগ্রহী ছিলাম, জিনিসটা আসলে ফ্ল্যাট ডিজাইন স্কিনের উইন্ডোজ এক্সপি মডেল ছাড়া কিছুই নয়। ”
এরপর ডুরাতের এমন ধারণা ঠিক নয় বলে মত প্রকাশ করেছেন অনেকেই। পাল্টা জবাব হিসেবে উইন্ডোজ ৮-ই বরং ভালমানের অপারেটিং সিস্টেম বলে জানিয়েছেন তিনি।
পরবর্তী আরেকটি টুইটের মাধ্যমে উইন্ডোজ ১০-এর ডিজাইন নয়, বরং ফিচার নিয়েই নিজের আপত্তির কথা জানান ডুরাতে। অনেকের কাছেই এটি প্রিয় হলেও তার জাছে উইন্ডোজ ১০ মূল্যহীন বলে সাফ জানিয়ে দেন তিনি।
মাইক্রোসফটের মতো অ্যান্ড্রয়েডও যদি বছরের পর বছর একই ধরনের কাজ করতো তবে তা বেশ দুঃখজনক হতো বলে তিনি মনে করেন।
কর্টানা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল ডেস্কটপ এবং টাচ সাপোর্টসহ অন্যান্য ফিচার মিলিয়ে এক্সপি-এর চেয়ে উইন্ডোজ ১০ সম্পূর্ণ আলাদা এবং উন্নতমানের অপারেটিং সিস্টেম বলে জানিয়েছে সিএনএন। এ অবস্থায় ডুরাতের এই বক্তব্য ‘অনেকটা দেখেও না দেখার ভান করা’ বলে আখ্যা দিয়েছে সাইটটি।