আস্সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন।
আশা করি আপনাদের এই টিওনটি ভাল লাগবে। আমার অফিসিয়াল পেইজে একটি লাইক দেওয়া জন্য অনুরোধ করা হল এখানে ক্লিক করুন
=====<<>=========>>>>>>>=====================
================>>>=========>>>>>>>=========
প্রথমে ক্রোম ব্রাউজারটি চালু করতে হবে। তারপর ডান পাশের উপরে থাকা সেটিংস মেন্যুতে যেতে হবে।
তারপর সেখান থেকে Show advanced settings-এ যেতে হবে। তাহলে নতুন একটি উইন্ডো চালু হবে। তা থেকে Privacy অপশনে যেতে হবে। এরপর ‘Content settings’ অপশনটি নির্বাচন করতে হবে।
=============>>>>=============
=====>>>=========>>>>>>>================>>===
আবারও একটি নতুন উইন্ডো চালু হবে। যেখানে থেকে কুকিস অপশনটিতে ক্লিক করতে ‘Keep local data only until you quit your browser’-এটি নির্বান করতে হবে। সবশেষে Done বাটনে ক্লিক করতে হবে। তাহলে প্রতিবার ক্রোম ব্রাউজারটি বন্ধ করলেই কুকিসগুলো নিজে থেকেই ডিলেট হয়ে যাবে।
=====>>>=========>>>>>>>=========
ফেছ্বুকে আমি
===============================
এই টিউন টি প্রথম প্রকাশিত হয়েছিলো আমার সাইটে Www.TipsaLL24.Com