Site icon Trickbd.com

[Tips]গুগল ক্রোমে স্বয়ংক্রিয়ভাবে কুকিস ডিলেট করতে চান। তাহলে টিউনটি আপনার জন্য।

Unnamed

আস্সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন।

আশা করি আপনাদের এই টিওনটি ভাল লাগবে। আমার অফিসিয়াল পেইজে একটি লাইক দেওয়া জন্য অনুরোধ করা হল এখানে ক্লিক করুন
=====<<>=========>>>>>>>=====================

================>>>=========>>>>>>>=========
প্রথমে ক্রোম ব্রাউজারটি চালু করতে হবে। তারপর ডান পাশের উপরে থাকা সেটিংস মেন্যুতে যেতে হবে।
তারপর সেখান থেকে Show advanced settings-এ যেতে হবে। তাহলে নতুন একটি উইন্ডো চালু হবে। তা থেকে Privacy অপশনে যেতে হবে। এরপর ‘Content settings’ অপশনটি নির্বাচন করতে হবে।
=============>>>>=============

=====>>>=========>>>>>>>================>>===

আবারও একটি নতুন উইন্ডো চালু হবে। যেখানে থেকে কুকিস অপশনটিতে ক্লিক করতে ‘Keep local data only until you quit your browser’-এটি নির্বান করতে হবে। সবশেষে Done বাটনে ক্লিক করতে হবে। তাহলে প্রতিবার ক্রোম ব্রাউজারটি বন্ধ করলেই কুকিসগুলো নিজে থেকেই ডিলেট হয়ে যাবে।

=====>>>=========>>>>>>>=========


ফেছ্বুকে আমি

===============================


এই টিউন টি প্রথম প্রকাশিত হয়েছিলো আমার সাইটে Www.TipsaLL24.Com