Site icon Trickbd.com

ভিডিও টিউটোরিয়াল বানানো ও ডেস্কটপ স্কিন শর্ট নেবার দুর্দান্ত ফ্রি সফটওয়্যার

Unnamed

ডেস্কটপ স্কিন শর্ট ও ভিডিও টিউটোরিয়াল বানানোর
জন্য আমাদের প্রফেশনাল পেইড সফটওয়্যার এর
প্রয়োজন পরে। কিন্তু তাতে অনেক পয়সা খরচা করতে
হয়। তাতে বেশির ভাগ আমাদের যাদের ডেস্কটপ স্কিন
শর্ট কিংবা ভিডিও টিউটোরিয়াল বানানোর শখ হয়,
টাকার অভাবে শখ টি স্বপ্নই থেকে যায়। অনেক সময়
ভালো সফটওয়্যার না থাকার দরুন কিংবা সফটওয়্যার
টি ব্যবহারে জটিল থাকায় দ্বিতীয় বার আর স্কিন শর্ট
বা ভিডিও টিউটোরিয়াল বানানোর ইচ্ছে থাকা না।
তাই আপনাদের কথা মাথায় রেখেই ডেস্কটপ স্কিন শর্ট
ও ভিডিও টিউটোরিয়াল বানানোর জন্য আজকে শেয়ার
করছি একটি খুব সুন্দর সফটওয়্যার , সফটওয়্যার টি
কম্পিউটারে জায়গাও নেবে কম এবং ব্যবহারে খুব সহজ
ও সরল। তাই আপনারা একবার ব্যবহার করলে নিশ্চিত
ভালো লাগবে বলে আশা করছি।

FastStone Capture – FastStone Capture হল খুবেই
ভালো ও জনপ্রিয় সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে
আপনি খুব সহজে বিভিন্ন কাজের জন্য স্ক্রিন ক্যাপচার
নিতে পারবেন। ক্যাপচার করা ছবিতে বিভিন্ন ইফেক্ট
দিলে তা আরো সুন্দর করতে পারবেন। এ ছাড়াও এই
সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকডিংও করা যায় যা
ভিডিও Record করে ভিডিও টিউটোরিয়াল বানাতে
পারবেন খুব সহজে।

FastStone Capture এর সুবিধাগুলি হল-

যে কোন উইন্ডো ক্যাপচার করা য়ায়।
নির্দিষ্ট জায়গা ক্যাপচার করা য়ায়।
যে কোন ওয়েবপেজ কে ছবি হিসেবে
সংরক্ষন করা য়ায়।
স্ক্রিন রেকর্ড করা যায়।
ছবিতে বিভিন্ন ইফেক্ট দেয়া যায়।
খুব সহজে এটি ব্যবহার করা যায়।
কম্পিউটারে খুব অল্প জায়গা বিস্তার
করে।
সফটওয়্যার টি পোর্টেবল সুবিধা যুক্ত করা

আছে।
ঝামেলা হীন ও ব্যবহারে কম সময় লাগে।
ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে FastStone
Capture 8 ফুল ভার্সন।
ডাউনলোড লিঙ্ক – FastStone Capture 8 With Key
ডাউনলোড লিঙ্ক – পোর্টেবলFastStone Capture
কোন সমস্যা ও জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। ভালো
থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।