যাদের পিসিতে ক্যামেরা নাই তাদের জন্য নিয়ে এলাম মজার একটি ট্রিক।
এর জন্য লাগবে একটি Android ফোন।
এর নিচ থেকে এপ্সটা ডাউনলোড করে ইনস্টল দিয়ে ওপেন করুন।
তারপর USB দিয়ে পিসির সাথে কানেক্ট করুন।
এর পর দেখবেন মোবাইলের ক্যামেরা ওন করলে ওটা পিসিতে ও সো করবে অথাৎ মোবাইলেরর ক্যামেরাতে দেখা যায় তা আপনার পিসিতে ও দেখা যাবে।
সবাই আমাদের সাথেই থাকুন।