Site icon Trickbd.com

কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেলে কি করবেন

Unnamed

অনেক সময় কি-বোর্ডের এক বা একাধিক
বোতাম নষ্ট হয়ে যেতে পারে। তখন অনেক
সমস্যায় পড়তে হয়। যেমন: কারও ই-মেইল ঠিকানা
বা পাসওয়ার্ডে যদি a থাকে এবং কিবোর্ডের a
বাটনটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কি-বোর্ড
থেকে a লেখা যায় না। তখন অনেক সমস্যা হয়।


এর একটা সমাধান হলো কোথাও a লেখা থাকলে
সেখান থেকে a কপি করে এনে এখানে
পেস্ট করা বা কম্পিউটারের অন-িস্ক্রন কি-
বোর্ডটি ব্যবহার করে কাজ করা। কিন্তু এতে
অনেক সময় ব্যয় হয় এবং বিরক্ত তৈরি হয়। ছোট
একটি সফটওয়্যার ব্যবহার করে সহজেই সমস্যা
থেকে মুক্তি পাওয়া সম্ভব। শার্প-কি নামের এই
সফটওয়্যার ইনস্টল করে কি-বোর্ডের
বোতামগুলো পরিবর্তন করে ফেলা যায়। অর্থাৎ
এ প্রক্রিয়ায় কি-বোর্ডের a বোতাম যদি নষ্ট
হয়, আপনি ইচ্ছা করলে কি-বোর্ডের অন্য একটি
বোতামকে (যে বোতামটি সব সময় কাজে
লাগে না বা যে বোতাম কি-বোর্ডে একাধিক
আছে) a বাটনে রূপান্তর করতে পারেন।
শার্প-কি সফটওয়্যারটি ইনস্টল করে From key তে
কোন কি চেপে (যে কি-টি ভালো আছে) এবং
To kay তে নষ্ট কি-টি (নষ্ট কি যদি a হয় তাহলে
a) চেপে ওকে করুন। তাহলে অন্য কি-টি a কি-
তে রূপান্তরিত হবে। অর্থাৎ ওই কি-টি চেপে a
লেখা যাবে। ২৩ কিলোবাইটের শার্প-কি
সফটওয়্যারটি
http://goo.gl/sX14HZ
ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।