Site icon Trickbd.com

পিসিতে নিন অ্যান্ডুয়েডের মজা ! খেলুন clash of clans কিনবা যেকোনো অ্যান্ডুয়েড গেম !

অামার মোবাইলের কনফিগারেশন যথেষ্ট ভালো হলেও clash of clans খেলতে অামি পিসি ব্যবহার করি এর প্রধান কারন হলো মোবাইলের চার্জ বাঁচিয়ে রাখা । এছাড়া্ও বিগ স্ক্রিনে খেলতে খারাপ লাগে না বিশেষ করে রেসিং যে গেম গুলো অাছে । অাপনারা অনেকেই android emulator এর কথা শুনেছেন অনেকে ব্যবহার করেনও ।

অাজ অামি অাপনাদেরকে অসাধারন একটি emulator এর সাথে পরিচয় করাবো যেটি অাপনাকে সম্পূর্ন অ্যান্ডুয়েড এর মজা দিবে পিসি তে ।

DROID 4X

এটি নতুন একটি android emulator যা অন্য যেকোনো emulators এর চাইতে হাজার গুন ভালো। অামার নিজের ব্যবহার অভিজ্ঞতা থেকে এর কিছু সুবিধা বলছি

১. রুটেড ওস সুতরাং সব ধরনের অ্যাপ চালানো যাবে
২. সাইজ মাত্র ১৯৬ মেগাবাইটের মত ।
৩. স্ক্রিন সাইজ ইচ্ছামত বদলানো যাবে ।
৪. play store দেওয়া অাছে এতে সুতরাং পিসি থেকে যেকোনো অ্যাপ নামাতে পারবেন ।

৫. new app install করতে শুধুমাত্র অ্যাপটি ড্রাগ করে ছেড়ে দিলেই হবে auto install হবে ।

৬. ল্যাপটপের কিবোর্ড কে বাটন হিসাবে ব্যবহার করা যাবে এবং মাউস প্যাড দিয়ে স্ক্রিন সাইজ ইচ্ছা মত বাড়ানো কমানো যাবে ।

এছাড়াও google play কিনবা অন্য অ্যাপগুলোও এতে চলবে । তাহলে অার দেরি কেন ? নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন droid 4x এর সর্বশেষ ভার্সন এর অফলাইন installer

http://droid4x.reviewsoft.com/download/

ধন্যবাদ সবাইকে –