Site icon Trickbd.com

যেভাবে আপনার পেনড্রাইভ বুটেবল করবেন! (রিকুয়েস্ট পোস্ট)

প্রথমেই জানা দরকার বুটেবল কি?

আপনি যখন উইন্ডোসের কোনো সিডি পিসিতে প্রবেশ করান তথন সেই সিডির মাধ্যমে আপনি উইন্ডোস দিয়ে থাকেন। কারন ওই সিডিতে .iso ইমেজ টা বার্ন করা থাকে ফলে আপনি উইন্ডোস সেটাপ করতে সক্ষম হন। ঠিক তেমনি আপনার কাছে কোনো সিডি না থাকলে আপনি আপনার পেনড্রাইভের মাধ্যমে উইন্ডোস বা যেকোনো অপারেটিং সিস্টেম ইনষ্টল করতে পারবেন। আর পেনড্রাইভ দিয়ে অপারেটিং সিস্টেম ইনষ্টল করতে হলে আপনাকে প্রথমে পেনড্রাইভ টিকে বুটেবল করতে হবে।

পেনড্রাইভ বুটেবল করতে যা যা লাগবে-

যেভাবে বুটেবল করবেন-

  • প্রথমেই এখান থেকে PowerISO সফ্টওয়্যার টি নামিয়ে ইনষ্টল করে নিন।
  • এবারে এ্যপটি ওপেন করুন।
  • ৫ সেকেন্ড অপেক্ষা করার পরে Continue Unregistered এ ক্লিক করুন।
  • এবারে পেনড্রাইভ টি পিসিতে প্রবেশ করান। ফরম্যাট দিন। (নিচের ছবি গুলো দেখুন)

বিঃদ্রাঃ টিকবিডিতে ছবি সহ পোস্ট করে দেখছি যা পেন্ডিঙ্গে থাকে নাই আমি নিচে একটা লিংক দিচ্ছি।

মেইনলি আমার ব্লগের। যদি কোনো সমষ্যা হয় তাহলে পোস্টি ডিলিট করেব দিবেন।

সাইটের লিংকঃএইখানে

দয়া করে ক্ষমার চোখে দেখবেন প্লিজ