Site icon Trickbd.com

নিয়ে নিন পিসির ফোল্ডার গুলোকে বিভিন্ন কালার দিয়ে সাজানোর জন্য বাছাই করা সফটওয়্যার.

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।
রঙিন করে নিন আপনার পিসির ফোল্ডারগুলো,মজার একটি সফটওয়ার। সফটওয়ারটি যারা আগে ব্যবহার করেননি তারা এখন ব্যবহার করে দেখুন, মজা পাবেন ১০০%। পিসির ফোল্ডার গুলোর একই কালার বার বার দেখতে দেখতে আর ভাল লাগেনা !!! তাই যদি ফোল্ডার গুলো রাঙিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুনতো? আজ আমি এই রকম ই দুটি সফটওয়্যার দেব যার দ্বারা আপনারা আপনাদের ফোল্ডার বিভিন্ন রঙ এ তো রাঙ্গাতে পারবেই সাথে বিভিন্ন সংখার আইকন এবং আরও আনেক কিছু। এর আগেও অনেকে অনেক এই রকম সফটওয়্যার দিয়েছে কিন্তু আমি অন্তত এইওটুকু বলতে পারি এগুলার মত আর একটাও নয়।
দুটাই ভাল এবং আলাদা আলাদা আইকন আছে। তাই চাইলে দুইটাই ইউস করতে পারেন।

ফোল্ডার মার্কার

Download করার আগে কিভাবে Download করবেন তা দেখে নিন।
উপরের যে কোন একটি  Download চিত্রে ক্লিক করেই File Download হয়ে যাবে!!
তাহলে Download করা যাকঃ