Site icon Trickbd.com

ডকুমেন্টের বুলেট পয়েন্টে যোগ করুন পছন্দমতো ছবি

Unnamed

মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশন
ব্যবহার করে দরকারি ডকুমেন্ট লেখা
বা সম্পাদন করা যায়।

যদি কোনো
লেখার মধ্যে কোনো বিশেষ
তালিকা থাকে, তবে তাকে বুলেট
পয়েন্ট বা নম্বর দিয়ে আলাদাভাবে
দেখিয়ে বা সাজিয়ে লেখা যায়।
চাইলেই এই বুলেট পয়েন্টে নিজের বা
লেখার সঙ্গে মানানসই ছবি দিয়ে
তালিকা সাজাতে পারেন ছোট
একটি কাজ করেই।

যা করবেন:


প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড
অ্যাপ্লিকেশন চালু করে নিন। এবার
যে লেখা বা কনটেন্টকে বুলেট পয়েন্ট
দিয়ে আলাদা তালিকা বানাতে
চান, সেটি নির্বাচন করে নিন। i

এবার ওয়ার্ডের Home ট্যাবের প্যারাগ্রাফ
বিভাগ থেকে Bullets-এর পাশের তির
চিহ্নের ড্রপডাউন বোতামে ক্লিক করুন।
এখানে সাম্প্রতিক ব্যবহার করা বুলেট
পয়েন্টগুলোকে দেখা যাবে। এখান
থেকে সাধারণ যেকোনো বুলেটকে
ব্যবহার করতে পারবেন।

ছবি দিতেচাইলে Define New Bullet-এ ক্লিক করুন।
Define New Bullet-এ ডায়ালগ চালু হলে
Bullet Character-এর নিচের Picture
বোতামে ক্লিক করুন। পিকচার বুলেট
ডায়ালগ চালু হলে নিজের থেকেই
কনটেন্টে যুক্ত করার জন্য কিছু ছবি
দেখাবে। আপনার ডেস্কটপের কোনো
ছবি এখানে যুক্ত করতে চাইলে
এখানের Import বোতাম চাপুন।
এইডায়ালগ বক্স চালু হলে যেখানে
আপনার ছবি আছে, সেখানে গিয়ে
ছবি নির্বাচন করে Add বোতাম চাপুন।

এবার দেখবেন আপনার নির্বাচন করা

ছবি বুলেট লিস্টে যোগ হয়ে গেছে।
এবার ছবি নির্বাচন করে ওকে বোতাম
চাপুন। সব ছবি এখানে ভালো দেখা
না-ও যেতে পারে। চেষ্টা করবেন
ভালো ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্ট
ছবি যোগ করার, তাহলে ডকুমেন্টটি
দেখতেও ভালো লাগবে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

(ফেসবুকে আমি)