Hello World!

কি অবস্থা সবার? আবারো হাজির হলাম নতুন একটি Trick নিয়ে পিসি ইউজারদের জন্যে।

যারা শৈশবের Nostalgia উপভোগ করতে চান নিজেদের পিসিতেও (মোবাইলের মতো) তাদের জন্যেই এই পোস্ট।

মোবাইল Java Games খেলা যায় সে তো আমরা কমবেশি প্রায় সবাই জানি। যারা নতুন পিসি ইউজার রয়েছেন বা পুরোনো যারা রয়েছেন Java Games খেলতে পারেন না বা পারেননি এখনো আপনাদের পিসিতে এই পোস্টটি শুধুমাত্র তাদেরই জন্যে।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক।

এর জন্যে আমাদের যা যা লাগবে :

১) একটি Emulator

?Link – 1. bitly

2. mega

২) একটি পিসি

৩) আমার দেওয়া Guide follow করা step by step…

তাহল দেখে নিই কিভাবে কি করতে হবে

১) শুরুতেই উপরে দেওয়া লিংকে ক্লিক করে চলে যান emulator download page এ।

২) (optional) আপনার পিসিতে java install করা না থাকলে install করে নিবেন। আশা করছি আগের থেকেই থাকবে। যদি না থাকে তাহলে যদি error আসে তাহলে install করে নিবেন।

? Link – download java for windows

৩) এবার সেই Bonus Trick টাও দেখিয়ে দিই। সেটি হচ্ছে Bitly Link কে Normal Link এ Convert করার একটি Website আপনাদের দিচ্ছি।

বাংলাদেশে Bitly Link কাজ করে না তাই Open করাও অনেক সময় সমস্যাদায়ক হয়ে দাঁড়ায়।

তাই আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিবো যেখানে আপনি যেকোনো bitly link paste করে দিলেই ১ সেকেন্ডে সেই লিংক Normal Link এ Convert হয়ে যাবে।

? Link To Website – www.urlex.org

৪) এবার Emulator টি download হয়ে গেলে সেটিকে 7zip/Winrar দিয়ে Extract করুন।

৫) এরপর আপনার সামনে একটি ফোল্ডার আসবে যেখানে ঢুকে আপনি শুধু KEmulator Application Icon এ ক্লিক করবেন তাহলেই Emulator টি open হয়ে যাবে।

আলাদা করে Setup করার কোনো প্রয়োজন নেই।

৬) এবার আপনি চাইলে Emulator টিকে Zoom in/Zoom Out ও করতে পারবেন। এর জন্যে আপনার Keyboard এর Numpad কে ব্যবহার করতে পারবেন।

যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। আপনি Option এ গেলেই পেয়ে যাবেন Zoom In/ Zoom out করার Option।

৭) এরপর এখন আপনি শুধু Java Games Download করবেন।

Java Games Download করার ২ টি Amazing Website হচ্ছে

1. phoneky.com
2. Waptrick.com

আশা করি দুটি ওয়েবসাইটের সাথেই সবাই পরিচিত।

৮) এরপর App টি open করে উপরে midlet option টিতে click করুন আর দেখতে পারবেন load jar নামক option আছে।

ঐটায় ক্লিক করে আপনার পছন্দসই গেমটি open করে নিন আর খেলতে থাকুন।

আপনি চাইলে control setup করে নিতে পারবেন মনের মতো।

? সুবিধা –

১) android এ ছোট স্ক্রিনের চেয়ে এখানে বড় স্ক্রিনে খেলতে পারবেন।

২) Android এ বাটন বড় করে নিলেও uncomfortable feel হয় খেলতে। এখানে এমন কিছুই হবে না। মনে হবে java keypad এই খেলছেন।

৩) আপনি চাইলে 2d + 3d graphic engine modify করে খেলতে পারবেন।

৪) Speed Up + Slow Down ও করতে পারবেন।

৫) Start/Pause + Reset Tick এর Option রয়েছে।

৬) record keys/Enable Autoplay এর অপশন রয়েছে।

৭) Capture to file/capture to clipboard এর অপশন রয়েছে।

৮) এমনকি Internet এও connet করে খেলতে পারবেন।

আমি তেমন কোনো অসুবিধা feel করিনি। আপনার experience জানাতে ভুলবেন না।

আর হ্যাঁ, কোথাও শেয়ার করার আগে আমাকে জানাবেন নয়তোবা At least Credit দিবেন – 4HS4N এর।
আমার Permission ছাড়া কোথাও পোস্ট করলে তার বিরুদ্ধে একশন নিতে বাধ্য থাকবো।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে নতুন কোনো ট্রিক শেয়ারের সময়।
Stay With TrickBD
THIS IS 4HS4N
LOGGING OUT….

13 thoughts on "আপনার পিসিতে কিভাবে Java Games খেলবেন? (সাথে থাকছে বোনাস Trick)"

  1. xinli Contributor says:
    need alternative link of kemulator………… mega quota exceeded
    1. 4HS4N Author Post Creator says:
      you can search in google
      it’s not my own link
      collected actually
      kemulator is the best i have ever seen
      download it from google
  2. অবুজ ছেলে Contributor says:
    good post
    but laptop a kivabe khalbo….
    1. 4HS4N Author Post Creator says:
      same process
  3. sourov Contributor says:
    Android e ki java games gula hack kore khela jay?
    1. 4HS4N Author Post Creator says:
      hack kore bolte?
    2. Ahnaf Ariyan Contributor says:
      na bro java game heck kora possible na ar keu korbeo na, karon ei game gulo heck korar kisui nai.
  4. alamin340 Contributor says:
    আসসালামু আলাইকুম,,, ভাই আগে স্মার্টফোন ফোনে জাভা গেইম খেলতাম,,এপ্সটি নেই এখন, কেও যদি লিংকটি দিতেন,,আবারও সেই পোরোনো অনুভূতি নিতাম,,,,,fact ?????You Have Not Enough memory…….
  5. Ahnaf Ariyan Contributor says:
    thanks a lot ❤️, nostalgia feel korlam. pc teo java game khela jabe eta vebe dekhi nai…
    1. 4HS4N Author Post Creator says:
      you are welcome
  6. enril Contributor says:
    To enjoy games and win, it is important to understand the gambling industry. On the website https://onlybet-br.com you will receive a lot of useful information for a safe and exciting game. There is a high level of data protection, fast payments and responsive support, ready to help in any situation.
  7. HaydenMannnn Contributor says:
    Download free games and more at juegos apktoca

Leave a Reply