বিজ্ঞান ছাড়া একটি মহুর্ত ও আমারা কল্পনা করতে পারি না। প্রযুক্তির খেলা ঘড়ে নিজেকে আপডেট না করতে পারলে আমাদের অনেক অসুবিধায় পরতে হয়।যেমন আজ থেকে ১০ বছর আগের কথা বলতে গেলে টেলিফোন ও টেলিগ্রাফ এর কথা চোখের সামনে চলে আসে, আর আজ প্রযুক্তি গোটা বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। যাক অসব কথা – বাজারে উইন্ডোজ ১০ ( Windows 10) চলে এসেছে অনেক দিন আগে , এরিমধ্যে অনেকেই উইন্ডোজ ১০ (Windows 10) ব্যবহার করতে শুরু করে দিয়েছেন। Windows 10 ব্যবহারের সুবিধার জন্য কয়েটি শর্টকাট কী আপনাদের সঙ্গে শেয়ার করা হলো।